বিজয় নগর লইসকা বিলের নৌ দূর্ঘনায় নিহত মেডিকেল ছাত্র মামুন এর জানাযা সম্পন্ন
মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
বিজয় নগর লইসকা বিলের নৌ দূর্ঘনায় নিহত মেডিকেল ছাত্র মামুন এর জানাযা সম্পন্ন
বিজয়নগরের লইসকা বিলে মর্মান্তিক নৌ দূর্ঘনায় নিহত মেডিকেলে পড়ুয়া ছাত্র আরিফ বিললাহ্ মামুন এর জানাযা সম্পন্ন হয়েছে। আজ রবিবার ২৯ আগস্ট সকাল ১০ টায় চম্পকনগর শাহী ঈদগাহ মাঠে কয়েক হাজার মুসুল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযা নামাজের ইমামতি করেন, নিহত আরিফ বিললাহ মামুনের ফুফাত ভাই হাফেজ আবদুল্লাহ হাসান।
আরিফ বিললাহ্ মামুন চম্পকনগর ফতেহপুর গ্রামের ভূইয়া বাড়ীর সৌদিআরব প্রবাসী জহিরুল হক ভূইয়ার ছেলে। ইসমাইল ভূইয়ার নাতি। জহিরুল হক ভূইয়ার দুই ছেলের মধ্যে সে ছিল বড়। ওমরা পালনে সৌদিআরব যাওয়ার ভিসা করা ছিল। করোনার কারণে “ওমরাহ্ পালনে সৌদিআরব এ যাওয়া আর হল না”। তার ইচ্ছে ছিল, “ডাক্তার হয়ে এলাকার গরীব অসহায় মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করবে”।
নিহত আরিফ বিললাহ্ মামুনের বন্ধু বেলায়েত বলেন, প্রতি ক্লাশে সে প্রথম ছিল। পিএসসি,জেএসসি,এসএসসি ও এইচএসসি তে এ+ পেয়েছে। সে মেধাবী ছিল এরপর আর বলার অপেক্ষা থাকেনা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ও মেডিকেলে ভর্তি হয়েছে। তার স্বপ্ন ছিল মানুষের উপকার করা। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আপনারা আমার বন্ধুর জন্য দোয়া করবেন, মহান রব পরকালে তাকে জান্নাত নসীব করুক।
পারিবারিক সূত্রে জানা যায়, নৌ দূর্ঘনায় নিহত আরিফ বিললাহ মামুন ২ মাস হল গ্রীনলাইফ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। বন্ধুর সাথে দেখা করার জন্য ছোট ভাইকে বাড়ীতে রেখে নৌকায় করে রওয়া না হয়েছিল। শুক্রবার ২৭ আগস্ট বিকেল ৪.৩০ মিনিটে চম্পকনগর নৌকা ঘাট থেকে যাত্রী বাহী নৌকা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। লইসকা বিলে যাওয়ার পর বালু বুঝাই একটি হেডবাল্ব এর সাথে সংঘর্ষ হয়। এতে আরিফ বিললাহ মামুন সহ এপর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌ দূর্ঘনায় নিহত আরিফ বিললাহ্ মামুনের মা বাবা সৌদিআরব ছিলেন। প্রিয় সন্তানের মৃত্যুর সংবাদ শুনে শনিবার দিনগত রাতে বাড়ীতে আসেন। বাড়ীতে এতে সন্তান জড়িয়ে ধরে আহাজারিতে ভারী হয়ে উঠে আকাশ। মাদ্রাসা মসজিদে ফযর নামাজের সেজদায় গিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। নামাজ শেষে মুসুল্লিরা ধরাধরি করে বাড়ীতে নিয়ে যায়। সন্তানের শোকে বারবার মূর্ছা যাচ্ছে শোকাহত মা। আদরের নাতির শোকে বিহ্বল দাদা ইসমাইল ভূইয়া। এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া।