নোয়াখালীতে বিকালে পল্লী চিকিৎসকের করোনা শনাক্ত,সন্ধ্যায় মৃত্যু।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি-ঃ
নোয়াখালীতে বিকালে পল্লী চিকিৎসকের করোনা শনাক্ত,সন্ধ্যায় মৃত্যু।
করোনায় আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পর মারা গেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা খোকন চন্দ্র দাস (৬৩)। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। চেয়ারম্যানঘাটে তার ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০ জন।বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম।
তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয় খোকন চন্দ্র দাস।পরবর্তীতে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। এর মধ্যে বুধবার বিকালে খোকনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই ইউনিটে তার মৃত্যু হয়।এছাড়াও করোনার উপসর্গে আইসোলেশন ইউনিটে মারা গেছেন সুবর্ণচরের আরও এক ব্যক্তি (৭৫) ও বেগমগঞ্জের এক নারী (৬৫)।
প্রসঙ্গত, জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের। তারা হচ্ছেন- সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালিপ্রবাসী, সেনবাগে এক রাজমিস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) ও আমিনুল ইসলাম মিন্টু (৪৭) নামে দুই ব্যবসায়ী, সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামে এক কৃষক, বেগমগঞ্জের কুতুবপুরে শহিদুর রহমান (৬৬), চৌমুহনী পৌরসভা করিমপুরের বেলাল উদ্দিন (৫৭), চৌমুহনী পৌরসভার পশ্চিম গণিপুর হাজী আবুল খায়ের পাটোয়ারী (৭৪),নরোত্তমপুরে জতন লাল সাহা (৬৫), সুবর্ণচর উপজেলার চরবাটার মাঈন উদ্দিন মানিক (৬৫),নোয়াখালী পৌরসভা ৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুরের আব্দুর রাজ্জাক ফারুক (৫৫), সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে আব্দুল মান্নান মনু (৬১), বেগমগঞ্জের একলাশপুরের সাখায়েত উল্যাহ (৮০),সেনবাগের কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের আহসান উল্যাহ (৫৩),কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেন (৪৪), চৌমুহনী পৌরসভার কাজী মো. সোলায়মান (৬৪),বেগমগঞ্জ একলাশপুরের নূরুল হক (৬২), দূর্গাপুরের নবীর হোসেন (৬৫), শরীফপুর ইউনিয়নের মধ্য খানপুর গ্রামের হানিফ (৬০), বেগমগঞ্জ ইউনিয়নের নূর মোহাম্মদ (৫২), চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকার বিপ্লব রায় (৬৫) ও আলাইয়াপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাহমুদুল হাসান (৩০),একই এলাকার আবুল কালাম আজাদ (৬৫),সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ঠক্কর গ্রামের আশরাফুল ইসলাম আবু (৫৭), চাটখিল পৌরসভার ছয়ানী টগবা এলাকার বুলবুলের নাহার (৫৫), জেলা শহরের সুলতান কলোনির বাসিন্দা প্রদীপ দাস (৫৮),বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুরের গোলাম হায়দার (৭৫), মিরওয়ারিশপুরের বিবি ফাতেমা (৩৭), উত্তর সাহাপুর গ্রামের আবু তাহের (৭৫),বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মফিজ উল্যাহ (৬৫), সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের আমিরুল ইসলাম মানিক (৩৫), জেলার শহরের হরিনারায়ণপুরের গৃহবধূ তাসফিয়া বেগম (৪৫), চৌমুহনী চৌরাস্তা আপন নিবাসের বাসিন্দা আবুল কাশেম (৬৫), কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন (৪০), চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার তমাল দাস (৪০), জেলা শহর মাইজদীর নাজমুন নাহার (৪১), সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের আটাশপুর গ্রামের নূরুল আমিন (৬৭), বসুরহাট পৌরসভার আজিজুল হক (৮০),সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নবগ্রামের রুহুল আমিন (৬৫),সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জবিউল হক মোল্লা (৭২) ও সুবর্ণচর উপজেলার চরবাটা ২নং ওয়ার্ডের খোকন চন্দ্র দাস (৬৩)।