৭৪ বছর পর শীর্ষ লিগে ফিরেই আর্সেনালকে হারাল ব্রেন্টফোর্ড
নতুন মৌসুমের শুরুটাও আর্সেনালের হলো বাজে। ৭৪ বছর পর শীর্ষ লিগে ফিরেই তাদের হারিয়ে দিল ব্রেন্টফোর্ড।২০২১-২২ ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে শুক্রবার রাতে ২-০ গোলে জিতেছে ব্রেন্টফোর্ড। সের্হি কানোস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ান নোয়াকো। এর আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে এই দুই দলের শেষ দেখা হয়েছিল সেই ১৯৪৭ সালে!
প্রিমিয়ার লিগ নামকরণের পর ৫০তম দল হিসেবে ইংল্যান্ডের ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় খেলল ব্রেন্টফোর্ড। ৬০তম মাঠ হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেক হলো ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামের।
শুক্রবারের ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগের মাঠে ফিরেছে দর্শক। তবে তাদের সামনে নিজেদের ঠিক মেলে ধরতে পারেনি আর্সেনাল। সেই কাজটাই অবশ্য দারুণভাবে করেছে ব্রেন্টফোর্ড। যে কারণে ম্যাচ শেষে হাসি নিয়ে ফিরেছে দলটি।
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচের শুরুটা হয়েছিল বেশ ধীরে। তারপরও ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। কর্নার বাঁচানোর চেষ্টায় ঠিক মতো বল ক্লিয়ার করতে পারেনি আর্সেনাল। সতীর্থের পা ঘুরে বল পেয়ে যান কানোস। কাট করে ভেতরে ঢুকে পায়ের কারিকুরিতে সফরকারীদের তিন খেলোয়াড়কে এড়িয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও স্প্যানিশ ফরোয়ার্ডের শট ঠেকাতে পারেননি বার্নড লেনো। ২৭ হাজার ১১০ দিন পর শীর্ষ লিগে গোল, খুশিতে যেন আত্মহারা হয়ে যান ব্রেন্টফোর্ডের সমর্থকরা।
৩১তম মিনিটে ভাগ্য ভাল থাকায় দ্বিতীয় গোল হজম করতে হয়নি আর্সেনালের। বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। রক্ষণে গুটিয়ে যায় ব্রেন্টফোর্ড। তারপরও ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোয়াকো। লম্বা থ্রো ইন ডি-বক্সে হেড করে ক্লিয়ার করার চেষ্টায় কাছের পোস্ট মাথা ছোঁয়াতে পারেননি ক্যালাম চেম্বার্স। দূরের পোস্টেও কেউ পারেননি ক্লিয়ার করতে। ছুটে গিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন নোয়াকো। শেষ পর্যন্ত এ ব্যবধান ধরে রেখে দারুণ এক জয় নিয়ে উল্লাস করতে করেতে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।