চল্লিশ বছরের কাঁদা রাস্তা নিজ অর্থায়নে পাকা করে দিচ্ছে মনিরামপুর উপজেলা চেয়ারম্যান
আবদুল্লাহ আল মামুন, মনিরামপুর উপজেলা প্রতিনিধি-(যশোর)
চল্লিশ বছরের কাঁদা রাস্তা নিজ অর্থায়নে পাকা করে দিচ্ছে মনিরামপুর উপজেলা চেয়ারম্যান
কাঁদা রাস্তায় জনগণের ভোগান্তির সংবাদ টি মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের কানে এলে নিজ অর্থায়নে কাঁচা কাঁদার রাস্তাটি পাকা করে দিচ্ছেন।
যশোর মনিরামপুর উপজেলার রোহিতা পূর্বপাড়া পাকা রাস্তা থেকে দাসপাড়ায় ঢুকতে ৬০০ ফুট কাঁদার রাস্তাটি নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট পত্রিকায় জনদুর্ভোগের কথা তুলে ধরলে বিষয় টি উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের নজরে এলে সাথে সাথে নিজস্ব অর্থায়নে ছেলে আসিফ খান অভি কে রাস্তায় ইট ফেলাতে শুরু করে এবং আগামীকাল শনিবার থেকে রাস্তার কাজ শুরু হবে বলে জানা যায়।
রাস্তাটি পাকা হচ্ছে দেখে এলাকাবাসী খুশিতে আত্মহারা স্থানীয় বাসিন্দারা জানান ৪০ ,৫০, বছর ধরে বর্ষার মৌসুমে কাঁদায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম রাস্তা করে দিচ্ছে আমরা অন্তর থেকে চেয়ারম্যানের জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে দীর্ঘায়ু জীবন দান করুন যেন সে এইভাবে সারাজীবন জনগণের সেবা করতে পারে।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি বলেন কাঁদা রাস্তায় জনগণের ভোগান্তির সংবাদ পেয়ে বরাদ্ধ না থাকা সত্ত্বেও নিজ অর্থায়নে রাস্তা টি করে চিচ্ছি পরে সমন্বয় করা হবে প্রকল্পের ব্যায় ধরা হয়েছে দুই লাখ টাকা।