পাইকগাছায় দ্বিতীয় দিনে করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যক্রম চলমান
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় দ্বিতীয় দিনে করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যক্রম চলমান
খুলনার পাইকগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে দ্বিতীয় দিনে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম একযোগে পরিচালনা করা হয়েছে।
রোববার সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত এটিকা দেয়া হয়। পাইকগাছা পৌরসভার ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড প্রতি ১ ‘শ করে ৯’শ এবং সোলাদনা,গদাইপুর ও লস্কর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৪’শ করে ১২’শ টিকা প্রদান করা হয়েছে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও তিন ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে এসএম এনামুল হক, গাজী জুনায়েদুর রহমান ও কেএম আরিফুজ্জামান তুহিন এ গণটিকা কার্যক্রম উদ্ধোধন করেন। এর আগে শনিবার একইভাবে উপজেলার ৭ টি ইউনিয়নে টিকা প্রদান করা হয়।
এসময় করোনার টিকা গ্রহণকারীদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফ্রি মাক্স বিতরণ করা হয় এবং টিকা গ্রহণকারীদের সামাজিক দুরত্ব মেনে চেয়ারে বসিয়ে টিকা কার্যক্রম চালানো হয়।
রবিবার ইউনিয়ন পর্যায়ে গণ টিকা প্রদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র গোলদার।