খেলাধুলা

সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে টাইগাররা

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেসেখেলে হারিয়েছে স্বাগতিকরা। এমন দুই জয়ের পর এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগররা। স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ সন্ধ্যায় মাঠে নামবে স্বাগতিক বাহিনী। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়, সরাসরি দেখা যাবে গাজী টিভি এবং টি স্পোর্টসে।

প্রথম ম্যাচ ২৩ রানে ও দ্বিতীয়টি ৫ উইকেটে জিতে এগিয়ে আছে টাইগাররা। কাল সিরিজের তৃতীয় ম্যাচ জিততে পারলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-২০ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়াও চাইবে, ম্যাচ জিতে সিরিজ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে।

বাংলাদেশি বোলারদের দাপটে দু’ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে ১৩২ রানের টার্গেটে ১০৮ রানে অলআউট হয় সফরকারীরা। দ্বিতীয় ১৬ ওভার পর্যন্ত ভালো অবস্থায় ছিলো প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া। তবে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১২১ রানে আটকে যায় অস্ট্রেলিয়া।

তৃতীয় ম্যাচের আগে ব্যাটিং সমস্যা সমাধানের জন্য দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। নয়তো সিরিজ হার বরণ করতে হবে দলকে। সিরিজ হারলে, হোয়াইটওয়াশের হুমকির মুখেও পড়বে তারা।

এ ব্যাপারে ওয়েড বলেন, দুর্ভাগ্যবশত আমরা দ্বিতীয় ম্যাচে শেষ চার ওভারে আমাদের ব্যাটিং ছিল খুবই হতাশাজনক। আমরা ১৩০-১৪০ রান পাবার পথে ভাল অবস্থায় ছিলাম, একটি ভাল স্কোর পাবার ট্রাকে ছিলাম।

তিনি আরও বলেন, তাদের (বাংলাদেশি) পেসাররা ভালো করেছে এবং আমরা সেখানে আরো ভাল করার চেষ্টা করবো। উভয় দলের বোলাররা অসাধারণ করেছে। তারা যেভাবে যাচ্ছে, তাতে আমরা খুশি। আমাদের বোলিং অবশ্য সমস্যা নয়। প্রথম ম্যাচে আমরা ভালো অবস্থায় ছিলাম না এবং দ্বিতীয় ম্যাচের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। তৃতীয় ম্যাচে সমস্যার সমাধান করতে হবে।

অপরদিকে, প্রথম দুই ম্যাচে নিজেদের কন্ডিশনে দুর্দান্ত পারফরমেন্স করেছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৩১ রান করে বাংলাদেশ। তবে অতীতে এই ফরম্যাটে স্বল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি টাইগাররা। কিন্তু এবার বোলাররা, বিশেষভাবে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ বল হাতে ছিলো ভয়ংকর। ১৯ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের স্বাদ নেন নাসুম।

দ্বিতীয় ম্যাচে ১২২ রানের টার্গেটে খেলতে ১২তম ওভারে ৬৭ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমনে থাকা মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের বিপক্ষে হাল ছাড়েনি তারা। বিশ্বের সেরা এ দুই বোলারের বিপক্ষে সাহসের সংগে ব্যাট করে দলকে হারের মুখ থেকে জয়ের স্বাদ দেন আফিফ।

তরুণদের এমন পারফরমেন্সে দ্রুত সিরিজ জয় নিশ্চিতের আত্মবিশ্বাস পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা পালন করেছেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সেটিও উল্লেখ করেছেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, আফিফ-সোহানের লড়াই দেখে খুবই ভালো লেগেছে। তারা শেষ পর্যন্ত নিয়ে গেছেন। নিজেদের পরিণত হবার চিত্র তুলে ধরেছেন তারা এবং দলের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করে প্রতিপক্ষকে ১২০ রানে আটকে দিয়েছে।

মাহমুদউল্লাহ আরও বলেন, তবে ব্যাট-বল হাতে ভালো করেছেন সাকিব। দলের জন্য সে কেন গুরুত্বপূর্ণ, সেটি দেখিয়েছেন তিনি।

দ্বিতীয় ম্যাচে দ্রুত কিছু উইকেট পতনে চিন্তায় পড়েছিলো বাংলাদেশের ড্রেসিং রুম। কিন্তু আফিফ-সোহান স্বস্তির নিঃশ্বাস এনে দেন। আমি মনে করি, সবস ময়ের মত মুস্তাফিজুর এই কন্ডিশনে দারুন কার্যকর ছিলেন। শরিফুল সত্যি ভালো বল করেছে এবং সব বোলাররাই দারুন করেছে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলেছি।

এই দুই জয়ের আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম চার দেখায় হার বরণ করেছিলো বাংলাদেশে।

টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত ১০৪ ম্যাচে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগারদের জয় ৩৬ ম্যাচে। ৬৬ ম্যাচে হেরেছে তারা। দুই ম্যাচের ফল হয়নি।

মুলত করোনার কারণে অনেক সীমাবদ্ধতার মধ্যেও দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই আগামীকালই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য বাংলাদেশ দলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button