সাদীপুরে রাস্তা সংস্কার ধরকার রাস্তা বেঙে এ যেনো মরণ ফাঁদ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের দুটো রাস্তার বেহাল দশা। সংস্কারের দাবী দাবী জানিয়েছেন এলাকাবাসী। শরজমিনে গিয়ে দেখলাম,এস এম জহিরুল, রেজাউল ইসলাম ও জেলা প্রতিনিধি শাহীন।
এই রাস্তা দুটো দিয়ে রতন মার্কেট, দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, চান বি রহমান হাফেজিয়া মাদ্রাসা, সরু আমগাঁওসহ আশপাশের গ্রামের জনগন সব সময় চলাচল করে। রাস্তা ভাংগা হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচল করতে অনেক কস্ট হয়। ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় অনেকেই এখানে শিল্প প্রতিষ্ঠান ও বসতি গড়তে জমি ক্রয় করে থাকে।
নতুন নতুন বসতির পাশাপাশি এখানে প্রতিনিয়ত উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। রাস্তা দুটোর সাথে রয়েছে একটি পাকা ব্রীজ। সেটির অবস্থাও ভাল না। ব্রীজটি সংস্কার করাও
ভুক্তভোগীদের দীর্ঘদিনের দাবী স্থানীয় ইউপি সদস্য জানান,রাস্তার মোট আয়াতন হবে ৩ কিলোমিটার। এই রাস্তা ও পাকা ব্রীজটি সংস্কার করতে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছে। দিন দিন রাস্তার ঝুকি বেরেই চলছে এ যেনো মরণ ফাঁদ।