বগুড়ায় মটরসাইকেল চুরি সেন্ডিকেটের সক্রিয় ৩সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ
বগুড়ার দুপচাঁচিয়ায় মটরসাইকেল চুরি সেন্ডিকেটের সক্রিয় ৩সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত (১৪ জুলাই) বুধবার দিনগত রাতে উপজেলা সদরের জয়পুরপাড়ার রহমতুল্লাহর বাসার সিড়িঁর সাথে গ্যারেজ হিসেবে ব্যবহৃত পার্কিংকৃত স্থান থেকে তিনটি মটরসাইকেল চুরি হয়।
এ বিষয়ে গত ২৭ জুলাই মঙ্গলবার রহমতুল্লাহ নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলা গ্রহণ করেই তদন্তকারী অফিসার এসআই শাহজাহান আলী নানান ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জরিতদের সনাক্ত সহ তাদের অবস্থান নিশ্চিত হন।
এদিকে গত ২৭ জুলাই মঙ্গলবার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঢাকার আশুলিয়া থানায় যান এবং জামগড়া নামক স্থানের একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে মটরসাইকেল চুরির সঙ্গে জরিত ৩জনকে গ্রেফতার করে। এরা হলো উপজেলা সদরের ভাটাহার গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে আব্দুর রহিম ওরফে বুলু (৩৪),আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামের মৃত আব্দুল গফুর আকন্দের ছেলে সাগর ওরফে রব্বানী (২৫),এবং কাহালু উপজেলার শিলকওর পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজু প্রামানিক (২৫)।
এরপর পুলিশ গত বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিদের নিয়ে দুপচাঁচিয়া থানায় আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান আলী জানান,গ্রেফতারকৃত ৩জন আন্তজেলা মটরসাইকেল চুরির সক্রিয় সদস্য। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে ৩০ জুলাই শুক্রবার পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।