সোনাতলায় শেষ মুহুত্বে জমেছে ঈদের বাজারঃ স্বাস্থ্যবিধি মানাটা এখন স্বপ্ন
বিকাশ চন্দ্র, বগুড়া প্রতিনিধিঃ
সোনাতলায় শেষ মুহুত্বে জমেছে ঈদের বাজারঃ স্বাস্থ্যবিধি মানাটা এখন স্বপ্ন
বগুড়ার সোনাতলায় শেষ মুহুত্বে জমে উঠেছে ঈদের বাজার এদিকে বিভিন্ন মার্কেট সহ বাজারে গিয়ে খুব একটা ক্রেতা বা বিক্রেতা কাউকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি।
কোভিড—১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ায় ১লা জুলাই থেকে ১৪ই জুলাই পর্যন্ত সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধি নিষেধ থাকায় ৷নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ব্যতী রেখে সকল ধরনের দোকান বন্ধ ঘোষনা করেন সরকার।
অপরদিকে কুরবানীর ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের দোকান সহ পরিবহন খুলে দেওয়ার দিদ্ধান্তও নেয় সরকার। তারই ধারাবাহিক সকল ধরনের দোকান পাট খুলেছে তেমনি ক্রেতারা প্রখর রৌদ্রের প্রচন্ড গরম উপেক্ষা করে পণ্য ক্রয়ের জন্য ছুটছে এ মার্কেট থেকে অন্য মার্কেটে ৷কাঁপরের দোকানদার মনিরুল ইসলাম জানালেন,ঈদের বাকি ৩দিন তাই বেঁচাকেনা একটু ভালো।
টেইলার্স ব্যবাসায়ী মোঃ ওয়াসিম বলেন,সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের কারনে এবার ব্যবসা মন্দা ৷ রেডিমেট পোশাক বিক্রেতা জুলফিকার আলি বলেন,শেষ মুহুত্বে লোকজন ভালোই দেখছি বেঁচাকেনাও ভালো।
সুরধনী জুয়েলার্সের মালিক শ্রী সুশান্ত চন্দ্র কর্মকার বলেন,লকডাউনে দোকান বন্ধ ছিল তাই এ ঈদে ব্যবসা খুব একটা ভাল হলো না। সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এহিয়া কামাল বলেন,ঈদকে সামনে রেখে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার তবে স্বাস্থ্যবিধির দিকগুলি না মানলে করোনা ভাইরাস ছড়াইতে পারে বলে তিনি মনে করেন।