জেলার খবর

দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

মোঃ আলা ঊদ্দিন, দোয়ারা উপজেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

দোয়ারাবাজারে টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার রাতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক ভাবে তলিয়ে গেছে সুরমা, বাংলাবাজার, বোগলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম।

চিলাই, মৌলা নদী ও খাসিয়ামারাসহ পাহাড়ী নদী গুলোর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বর্তমানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ চৌধুরীপাড়া, পেকপাড়া, চিলাইপাড়, পুরান বাশতলা, বোগলাবাজার ইউনিয়নের আলম খালি, ইদুকোনা, ক্যাম্পের ঘাট, ভোলা খালিসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তবর্তী কয়েকটি গ্রামের ঘর-বাড়ীতে হাঁটু সমান পানি। নরসিংপুর ইউনিয়নের চেলা ও মরা চেলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

সমাজসেবক আমির উদ্দিন বলেন, নরসিংপুর ইউনিয়নের, শ্যামারগাঁও, শ্রীপুর তেরাপুর হাতিরভাঙ্গা ও বাংলাবাজার ইউনিয়নের পুর্ব ঘিলাতলী গ্রামের একটি অংশের বাড়ী-ঘর পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে, করোনা সংক্রমন দেশব্যাপী লকডাউনের কারনে কর্মহীন মানুষ এখন চরম বিপাকে পড়েছেন।

স্থানীয় প্রভাষক আবু বকর সিদ্দিক বলেন, বোগলাবাজার ইউনিয়নের আলম খালি গ্রামে চিলাই নদীর বাঁধ সংস্কার না হওয়ায়, পানিতে তলিয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, বসত-বাড়ি ও অসংখ্য পুকুর। দূর্যোগ থেকে রক্ষায় খুব দ্রুত বেড়ীবাঁধ মেরামত করা প্রয়োজন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, আলমখালী বেড়ীবাঁধ ভাংগা ছিল এটা আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে এ বন্যার সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button