সোনাইমুড়ীতে মেম্বারের ছেলে বিধবা নারীসহ আটক,বিয়ে পড়িয়ে দিলেন স্থানীয়রা
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
সোনাইমুড়ীতে মেম্বারের ছেলে বিধবা নারীসহ আটক,বিয়ে পড়িয়ে দিলেন স্থানীয়রা
নোয়াখালীর সোনাইমুড়ীতে গভীর রাতে এক মেম্বারের ছেলেকে বিধবা নারীর সাথে আটকের পর বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। শনিবার সন্ধ্যায় উপজেলার দেওটি ইউনিয়নের কাজী অফিসে এক লক্ষ এক টাকা দেনমোহরে এই বিয়ে পড়ানো হয়।দেওটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমিন শাকিল বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওটি পালপাড়া গ্রামের ডাক্তার বাড়ির মৃত সাজু মিয়ার বিধবা স্ত্রী দুই সন্তানের জননী হাসি আক্তারের (৩০) সাথে ফোনে পার্শ্ববর্তী পিতাম্বপুর গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে তারেকের (২৭) প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এরপর থেকে ওই যুবক বিধবার বাড়ীতে রাতের বেলায় আসা যাওয়া করত। শুক্রবার দিবাগত গভীর রাতে আবারো ওই বাড়ীতে আসে তারেক।বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের উভয়কে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে ওই যুবককে উত্তম-মধ্যম দিয়ে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে তাদের বিয়ের সিন্ধান্ত হয়। দুই জনই বিয়েতে সম্মতি দিলে শনিবার সন্ধ্যার দিকে দেওটি ইউনিয়নের কাজী অফিসে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা একে অপরকে বিয়ে করেতে রাজি।তাই তাদেরকে দেওটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাঠানো হয়েছে। জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।