কপিলমুনি থেকে সুপারি চোর গ্রেপ্তার
পাইকগাছার কপিলমুনি বাজার থেকে সুপারি চুুরি করে বিক্রি করার অপরাধে চোর ও ক্রেতাদের আটক করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ।
বুধবার রাত ৯ টায় ১০ কুড়ি সুপারি চুরি করে প্রতাপকাঠি গ্রামের মৃত জমির খাঁর ছেলে আরশাদ খাঁ(৫৫)। যার মধ্যে বৃহস্পতিবার ৮ কুড়ি সুপারি সকালে হরিদাসকাটির মৃত মোবারক সরদারের ছেলে তৈয়েবুর রহমান (২০) ও নোয়াকাটির মোহাম্মদ আলীর ছেলে আবু বক্বর(৪৫) এর আড়তে বিক্রি কারতে গেলে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় লোকজন।
সেখানে অনেক হাটুরে লোকের উপস্থিতিতে প্রমান হওয়ার পর কপিলমুনি ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় সুপারির মালিক তালা থানার জেঠুয়া গ্রামের বলাই দাশের ছেলে রবীন্দ্রনাথ দাস পাইকগাছা থানায় মামলা করেন।যার নং ২৫/২১। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, চোর, ডাকাতি ও দস্যুতার ব্যাপারে পুলিশ খুবই তৎপর। আমি যেখানে থাকব না কেন সেখানে এসব কোন ভাবেই ছাড় নেই। অপরাধ করলে অপরাধীরা যেখানে থাকবে সেখান থেকে গ্রাপ্তার করে শাস্তির আওতায় নেয়া হবে।