নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংর্ঘষে নিহত ৫, আহত ৭
নরসিংদীর পাঁচদোনাতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মাইক্রোবাসের নারী ও শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন,এই ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসটির আরও ৭ যাত্রী।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে নরসিংদীর পাঁচদোনার ঘোড়াশাল-টঙ্গীর আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাসটিতে করে ১২ জন সদস্য সিলেটের একটি মাজারে গিয়েছিলেন। সেখান থেকে রাজধানীর আশুলিয়ায় বাড়িতে ফেরার পথে পাঁচদোনার ভাটপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তাদের সবার বাড়ি ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জিরাবো এলাকায়।
নিহতরা হলেন, মাইক্রোবাস যাত্রী রোকেয়া বেগম (৫২), মুক্তি আক্তার (৩০) ও তাঁর ছেলে সাদিকুল (৮) এবং রুবি আক্তার (৪০) ও তাঁর মেয়ে রাহিমা (৩)। মুক্তি আক্তার ও রাহিমার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে এবং রুবি আক্তার, সাদিকুল ও রোকেয়া বেগমের মৃত্যু হয়েছে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে। এই ঘটনায় আহত ৭ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসা হলে ৪ জনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে হাসপাতালে প্রেরণ করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক জানান, এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে তবে এর চালক পলাতক। তাদের সকলের বাড়ী ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জিরাব।