জেলার খবর

টাঙ্গাইলের মধুপুরে মাস্ক পরিধান না করায় ৮ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি-(টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে মাস্ক পরিধান না করায় ৮ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

টাঙ্গাইলের মধুপুরে মাস্ক পরিধান না করে রাস্তায় অবাধে চলাচল করার অপরাধে ৮ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২০জুন)বিকেলে মধুপুর বাসস্টান্ড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম বলেন, চলতি বছরে টাঙ্গাইল জেলায় ব্যাপক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারন হলো স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করা। আর সে কারনে গত এক সপ্তাহে টাঙ্গাইল সদরসহ অনান্য উপজেলায় অধিক হারে করোনা রোগী সনাক্ত হয়েছে। সেই সাথে বেড়েছে মৃত্যু। তাই যারা স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাচল করছে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ মধুপুর পৌরশহরের বাসস্টান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাক্স পরিধান না করায় ৮ জনকে ভিন্ন ভিন্ন অঙ্কে মোট ৩ হাজার ৪০০টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে তাদের মাঝে মাস্ক বিতরণসহ বিভিন্ন প্রচারনা চালিয়ে যাচ্ছি। আমাদের এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় প্রশাসনিক সহযোগিতা করেন মধুপুর থানার এস আই আঃ হাই ও পুলিশ সদস্যগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button