সুবর্ণচরে গ্যাস আনতে গিয়ে সিএনজি চালকের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে সিএনজি পাম্প স্টেশন থেকে গ্যাস আনতে যাওয়ার পথে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
নিহত জাবের (৩৫) উপজেলার চরজুবলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের ২নং আশ্রয়ণ কেন্দ্রের মফিজুল হকের ছেলে। সে তিন সন্তানের জনক ছিল।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান সড়কের দক্ষিণ ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাই সাহাব উদ্দিন জানান, জাবের রাত সাড়ে ৩টার দিকে সিএনজি চালিত অটোরিকশাতে গ্যাস নেওয়ার জন্য সুবর্ণচর থেকে মাইজদীর একলাশপুর গ্যাস পাম্পের উদ্দেশ্যে রওয়ানা করে।
যাত্রা পথে সিএনজি দক্ষিণ ওয়াপদা এলাকার উত্তর পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রেসালাহ পরিবহনের একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।পরে স্থানীয় এলাকাবাসী বাসটি আটক করে।তবে বাস চালক আগেই কৌশলে পালিয়ে যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান,খবর পেয়ে পুলিশ বাসটি হেফাজতে নেয়।পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।