ধামরাই ঐতিহ্যবাহী যশোমাধব মন্দির কমিটির প্রয়াত ব্যক্তিদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাই ঐতিহ্যবাহী যশোমাধব মন্দির কমিটির প্রয়াত ব্যক্তিদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত
ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা বর্তমান কমিটির সহ-সভাপতি প্রয়াত দেবেশ রায় মৌলিক, সাংস্কৃতিক ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রয়াত সুনীল চন্দ্র পাল, ও কমিটির সদস্যবৃন্দ প্রয়াত মুকুল চন্দ্র দাস,প্রয়াত বাবু লাল সরকার, প্রয়াত প্রানেশ ধর, প্রয়াত অমিয় গোপাল বনিক এদের স্মরণ সভা উক্ত মন্দির পরিচালনা কমিটির আয়োজনে কায়েতপাড়াস্হ শ্রীশ্রী যশোমাধব মন্দির অঙ্গনে ১১ই জুন ২০২১ খ্রীস্টাব্দ রোজ শুক্রবার বিকাল ৬ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী ধামরাই বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক।
প্রয়াত ব্যক্তিদের স্মরণে এ’স্মরণ সভায় তাদের বর্ণিল কর্মময় জীবনের উপর বর্তমান কমিটির কর্মকর্তাবৃন্দ যথাক্রমে কমিটির সহ-সভাপতিদ্বয় শ্রী অসিত কুমার গোস্বামী, শ্রী জগদীশ চন্দ্র সরকার, যুগ্ন সাধারণ সম্পাদকদ্বয় শ্রী নন্দ গোপাল সেন, অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু), সাংগঠনিক সম্পাদক শ্রী প্রাণ গোপাল পাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ যথাক্রমে মানিক লাল গোস্বামী, চন্দন সরকার, সুব্রত পাল,দেব নারায়ণ দাস প্রমূখ ব্যক্তিগন স্মরণ সভার
বিষদ্ বিস্তারিত আলোচনায় অংশ গ্রহণ করেন এবং প্রয়াত ব্যক্তিদের বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনায় উপস্থিত সকল সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দ সম্মিলিত ভাবে প্রার্থনা করবেন।
সম্মিলিত প্রার্থনা সভার মন্ত্র পাঠ ও শ্রীশ্রীব যশোমাধব দেবের কাছে প্রয়াতদের আত্নার শান্তি কামনায় উপস্থিত সকল সদস্যদের নিয়ে প্রার্থনা সভা পরিচালনা করেন।
এ’স্মরণ সভায় শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির প্রয়াত ব্যক্তিদের স্মরণ সভায় তাদের কর্মময় জীবনের উপর আলোচনার পূর্বে বিগত বছর গুলোতে এতদ্ অঞ্চলের ধামরাই পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লার প্রয়াত বিশিষ্ট জনদের নাম শোক প্রস্তাব আনার প্রস্তাব করলে অদ্য সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে তাদের নাম লিপিবদ্ধ ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় সম্মিলিত প্রার্থনা করার জন্য সহমত প্রকাশ করে সম্মিলিত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত স্মরণ সভায় শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ,উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যবৃন্দ,প্রয়াত ব্যক্তিদের পরিবারের সদস্যবৃন্দ সহ এতদ্ অঞ্চলের সকল ভক্তবৃন্দ এ’ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
স্মরণ সভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন ও দপ্তর সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল বাবু।