বগুড়ায় স্কুলছাত্রী অপহরন থানায় মামলাঃ উদ্ধার সহ অপহরনকারী আটক
বিকাশ চন্দ্র, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় স্কুলছাত্রী অপহরন থানায় মামলাঃ উদ্ধার সহ অপহরনকারী আটক
বগুড়ার সোনাতলায় দশম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনা ঘটে। এঘটনায় ঐ ছাত্রীর পিতা জনৈক শরিফ উদ্দিন বেপারী নামের এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেছে। এদিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করা সহ মামলায় অভিযুক্ত আসামি অপহরনকারী মোঃ জাকিরুল ইসলাম (২০) কে আটক করে পুলিশ।
আটককৃত অপহরনকারী জাকিরুল ইসলাম সোনাতলা সদর ইউনিয়ন এলাকার মন্ডমালা (নয়াপাড়া) গ্রামের মোঃ বাবলু আকন্দের ছেলে।মামলাসুত্রে জানাযায়, সোনাতলা পৌর এলাকার গড়চৈতন্যপুর (নয়াপাড়া) গ্রামের জনৈক শরিফ উদ্দিন বেপারীর মেয়ে (১৫) ও সোনাতলা টিএম মেমোরীয়াল একাডেমি স্কুলের দশম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে পাশ্ববর্তি মন্ডমালা (নয়াপাড়া) গ্রামের মোঃ বাবলু আকন্দের ছেলে জাকিরুল ইসলাম (২০) প্রেম ভালবাসা সহ বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসতো।
এতেকরে ঐ ছাত্রী সেই কু-প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি তার পরিবারের লোকজনকে অবগত করে। এরপর ঐ ছাত্রীর পিতা-মাতা তাদের মেয়ের ভবিষ্যত মানসন্মানের কথা চিন্তা করে মৌখিকভাবে জাকিরুল সহ তার পরিবারকে বিষয়টি অবগত করে। এতেকরে জাকিরুল আরো ক্ষিপ্ত হয়। এদিকে ঐ স্কুল ছাত্রী গত ২১’শে মে শুক্রবার সন্ধায় সদায় কেনার উদ্দেশ্যে বাড়ির পাশ্বে একটি দোকানে যাবার পথে জাকিরুল পুর্ব পরিকল্পনা অনুযায়ী তার মুখ চেপেধরে একটি সিএনজি যোগে তাকে অপহরন করে নিয়ে যায়।
এদিকে খোজা খুজির এক পর্যায়ে উপরোক্ত ঘটনার বিষয়ে জানতে পেরে অপহরনকারি জাকিরুলের পিতা মোঃ বাবলু আকন্দকে জানালে তারা ঐ তাদের মেয়ে (স্কুল ছাত্রী) কে ফিরিয়ে দেয়ার আশ্বাস প্রদান করে এবং পরবর্তিতে বিভিন্ন ভাবে তালবাহানা করে বলেও অভিযোগে উল্ল্যেখ করেন ঐ স্কুল পড়ুয়া ছাত্রীর পিতা মোঃ শরিফ উদ্দিন বেপারী।এবিষয়ে থানার এসআই হাফিজুর রহমান হাফিজ-১ জানান, উপরোক্ত বিষয় উল্লেখ করে ঐ স্কুল পড়ুয়া ছাত্রীর পিতা মোঃ শরিফ উদ্দিন বেপারী গ্রামের বাবলু আকন্দের ছেলে অপহরনকারী জাকিরুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি অপহরন মামলা দ্বায়ের করেন।
এরই ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঐ অপহত স্কুল ছাত্রীকে উদ্ধার সহ আসামি জাকিরুল ইসলামকে আটক করেন।থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত অপহরনকারী আসামি কে ২৫’শে মে মঙ্গলবার সকালে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে। সেইসাথে একইদিনে উদ্ধারকৃত নাবালিকা ঐ স্কুল ছাত্রীকে বগুড়া জুডিশিয়্যাল নির্বাহী মেজিস্ট্রেট এর নিকট ২২ ধারায় জবানবন্দির পর শারিরীক পরিক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।