বাংলাদেশ মাইনরিটি ওয়াচ (BDMW) এর সহযোগিতায় উদ্ধার হলো ফরিদপুরের নুপুর বসু
বিজয় চন্দ্র সরকারঃ
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ (BDMW) এর সহযোগিতায় উদ্ধার হলো ফরিদপুরের নুপুর বসু
ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর ফিরে পেলেন পরিবার জামাই সহ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া (মধ্যপাড়া)গ্রামের শ্রী অসিম চন্দ্র বসু এর কলেজ পড়ুয়া মেয়ে কুমারী নুপুর রানী বসু ২/৬/০২১ তারিখ বুধবার সকালে কাজি সিরাজুল ইসলাম মহিলা কলেজে যাবার পর হতে নিখোঁজ হয়।
নুপুর রানী অপহরনের পর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ্য ভাবে পরিবারের পাশে থেকে উদ্ধারে সর্বতভাবে প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করি আমি ফলে আসে সাফল্য অশোক বসু বলেন আমার ভাতিজি নড়াইল জেলার লোহাগাড়া থানার নারানদিয়া গ্রামের প্রভাত বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাসকে ভালবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
নুপুরের বাবা শ্রী অসিম বসু বলেন, আমি আমার মেয়েকে জামাইসহ ফিরে পেয়ে অত্যন্ত খুশি এবং তিনি আরো বলেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের মাধ্যমে ফিরিয়ে পেয়েছি মেয়ে ও জামাইকে ৷তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাশাপাশি নব দম্পতির জন্য আর্শিবাদ চেয়েছেন
বিজয় চন্দ্র সরকার ও বিকাশ স্বর্ণকার
মানবাধিকার কর্মী বাংলাদেশ মাইনরিটি ওয়াচ BDMW