কৃষি

মধুপুরে বি এ ডি সির চুক্তিবদ্ধ চাষী সমিতির দাবী না মানায় বন্ধ রেখেছে বীজ সরবরাহ

মোঃ আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি-(টাঙ্গাইল)

মধুপুরে বি এ ডি সির চুক্তিবদ্ধ চাষী সমিতির দাবী না মানায় বন্ধ রেখেছে বীজ সরবরাহ

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
(বিএডিসি) মধুপুর জোন টাঙ্গাইল এর চুক্তিবদ্ধ চাষী সমিতির দাবী দাওয়া না মানায় বীজ সরবরাহ বন্ধ
রেখেছেন চুক্তিবদ্ধ চাষীরা। চাষীরা জানান বুরো ধানের বীজ ২০২০/২০২১ উৎপাদন বর্ষে বীজের মূল্য প্রতি কেজি ৪৫/- টাকা মূল্য নিধারণ করতে হবে।

বীজ সরবরাহ করার সময় হইতে ২১ দিনের মধ্যে আমাদের মূল্য পরিশোধ করতে হবে। কারণ আমরা কৃষক আমরা কঠোর পরিশ্রম করে এই বীজগুলো সঠিক সময়ে
সঠিক নিয়মে সরকারের বিএডিসি বীজ ভান্ডারে সরবরাহ করে থাকি।

বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের খাদ্যের মূল্য দুই মাস পূবেও নিধারণ করলেও আমাদের বিএডিসি চুক্তিভিত্তিক চাষীদের বীজের মূল্য পূর্বে কখনো নির্ধারণ করা হয় না এবং বীজ সরবরাহ করার ২ থেকে ৩ মাস পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনগড়া মূল্য নির্ধারণ করেন বলে চাষীরা জানান। কৃষকরা বলেন আমরা এই মূল্য নির্ধারণ ও পরিশোধ নিয়ে আমরা হতাশা গ্রস্থ দিনপার করতে হয়।

আমাদের বর্তমান সময়ে যে বীজ সরবরাহ করার কথা তা অদ্যবধি মূল্য প্রকাশ করা হয় নাই। চাষীরা আরও বলেন,
বীজের মূল্য আগে নির্ধারণ না হওয়া পর্যন্ত কোন প্রকার বীজ, গ্রেডিং, ক্লিনিংসহ সকল প্রকার লোডিং আনলোডিং ও সরবরাহ বন্ধ থাকবে বলে চাষীরা জানান।

সকল চাষীদের একই দাবী কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর প্রতি তাদের প্রাণের দাবী পরিশ্রম করে বীজ উৎপাদনের মূল্য সঠিক সময়ে সঠিক মূল্য পাওয়ার দাবী জানান টাঙ্গাইলের মধুপুরের বিএডিসি চুক্তিভিত্তিক চাষীরা। দাবী দাওয়া না মানা পর্যন্ত বীজ সরবরাহ থাকবেও বলেও জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button