বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনালে শেখেরখীল ইউনিয়ন চ্যাম্পিয়ন
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনালে শেখেরখীল ইউনিয়ন চ্যাম্পিয়ন
চট্টগ্রাাম জেলার বাঁশখালী উপজেলায় বঙ্গবন্ধুদ গোল্ডকাপ (অনুর্দ্ধ-১৭) ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন কাথারিয়া ইউনিয়ন বনাম শেখেরখীল ইউনিয়ন।
এতে ট্রাইবেকারে কাথারিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন শেখেরখীল ইউনিয়ন।
৫ জুন’২১ ইং শনিবার বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইন্যাল প্রতিযোগিতায় সভাপতি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৬(বাঁশখালীর) আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশখালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী,খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল,প্রকাশ বড়ুয়াসহ উক্ত টুণামেন্টের পরিচালনা পরিষদের সকল সদস্য বৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাথারিয়া ইউনিয়নকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেখেরখীল ইউনিয়ন। পরে প্রধান অথিতি অন্যান্য অথিতিবৃন্দকে সাথে নিয়ে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রপি তুলে দেন।