অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পেলেন দিরাই’র মেয়ে রেখা রাণী দাশ
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পেলেন দিরাই’র মেয়ে রেখা রাণী দাশ
টানা দুই বারের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যথার্থই প্রমাণ করেছেন হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কৃতি সন্তান হাওর কন্যা রেখা রাণী দাশ।
তিনি সহকারী পুলিশ সুপার হতে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পেয়েছেন। রেখা রাণী দাশ দিরাই উপজেলার হারানপুর গ্রামের দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( অবসর প্রাপ্ত) রতি রঞ্জন দাশ এবং দিরাই উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিপিকা দস্তিদার এর বড় মেয়ে।
মেধাবী ও বিনয়ী এই হাওর কন্যা ৩১ তম বিসিএস ( পরিবার পরিকল্পনা) ক্যাডার হিসেবে প্রথমে চাকুরী শুরু করেন।সেখান থেকে পরবর্তী সময়ে ৩৩ তম বিসিএস ( পুলিশ) ক্যাডারে বাংলাদেশ পুলিুশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
শত বাধা ও প্রতিকূলতা ডিঙিয়ে সাফল্যের ধার প্রান্তে পৌঁছান হাওর কন্যা রেখা রাণী দাশ। মেধাবী ও বিনয়ী এই হাওর কন্যা রেখা রাণী দাশ অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় সুনামগঞ্জের সচেতন মহল, সুধী সমাজ ও জনপ্রতিনিধি সহ সকলেই অভিনন্দন জানিয়েছেন।