খেলাধুলা

আখাউড়ায় টানমান্দাইল মোল্লাবাড়ী ফুটবল একাদশ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত

মো. আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

আখাউড়ায় টানমান্দাইল মোল্লাবাড়ী ফুটবল একাদশ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল মোল্লাবাড়ী ফুটবল একাদশ এর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় টানমান্দাইল ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, সমাজসেবক মোঃ নুরু মোল্লা সরদার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নেতৃবৃন্দ দের সাথে নিয়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূঁইয়া।

ডি.পি.ডি.সি ঢাকার উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুল আলম মোল্লার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ফাইনাল খেলায় স্থানীয় মোল্লাবাড়ি ছোট দল ২-০ গোলের ব্যবধানে বড় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ক্রীড়া ভাষ্যকার খোরশেদ আলম বাবু ও কাজী সোলাইমান মাষ্টার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান নাজির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল, মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু মিয়া, সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী হুমায়ুন চৌধুরী, সাবেক মেম্বার মো.শানু মিয়া মুন্সী, সমাজসেবক হাজী মো.গাজীউর রহমান, টানমান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. শাহ আলম সরকার সহ আরো অনেকে।

বিশেষ আকর্ষন হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুউদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, সিনিয়র সহ সভাপতি মো. সৈয়দ যুবরাজ শাহ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তজিবুর রহমান, মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক একরামুল বারী শিশির, যুগ্ম আহবায়ক শাহরিয়া পারভেজ রিপন।

এসময় অতিথিরা বলেন, মাদককে না বলুন খেলাধুলা কে হ্যা বলুন, খেলাধুলা মানুষের মন কে সুন্দর ও সতেজ রাখে এবং শারীরিক গঠনেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই প্রতিটি মানুষেরই খেলাধুলার একান্ত প্রয়োজন, এ ধরনের খেলার আয়োজন করায় আয়োজকদের ভুয়সী প্রসংশা করেন তারা।

পরে রানার-আপ দলের হাতে রানার্সআপ ট্রফি ও বিজয়ী দলের হাতে ৫৫ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু তুলে দেন উপস্থিত অতিথিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button