প্রবাসে বাংলা

করোনা চিকিৎসায় সৌদি প্রবাসীদের জন্য প্রবাসবন্ধু কল সেন্টারের মাধ্যমে সরকারের চিকিৎসা সেবার উদ্যোগ।

মোঃ আবদুর রহিম-সৌদি আরব প্রতিনিধিঃ

সৌদি আরবে বসবাসরত ২২ লাখ প্রবাসী বাংলাদেশিদের অনেকের মধ্যে করোনা সংক্রমণ হওয়ায়, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ডাক্তার মহোদয়গণ সম্মিলিত হয়ে সৌদিআরবের বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কল সেন্টারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ প্রদানের লক্ষ্যে কারিগরি সমন্বয় ও সহযোগিতা প্রদানের জন্য এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে অনুরোধ জানিয়েছিলেন। যারই সাপেক্ষে এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ চিকিৎসা সেবা প্রদানে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাস বন্ধু কল সেন্টারটি পুনঃকার্যকর করেছে। এর মাধ্যমে সৌদি আরবে অবস্থানকারী যেকোন প্রবাসী একটি হান্টিং নাম্বার +৮৮ ০৯৬১১ ৯৯৯ ১১১-এর মাধ্যমে অথবা ইমো নাম্বার (ফ্রি) ০১৪০০৬১১৯৯৫, ০১৪০০৬১১৯৯৬, ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮, ০১৯৫৮১০৫০২০-এর মাধ্যমে কল করলে সেই কলটি সৌদি আরবে বাংলাদেশী ডাক্তারদের যে পুল রয়েছে তাদের কাছে রাউট করা হবে। সংশ্লিষ্ট ডাক্তারগণ তখন ঐ রোগীকে কল সেন্টারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিতে পারবেন। ইতিমধ্যে ৬৭ জন সৌদি প্রবাসী বাংলাদেশী ডাক্তার এ কল সেন্টারের মাধ্যমে প্রবাসীদেরকে চিকিৎসা পরামর্শ প্রদানের অঙ্গীকার নিয়ে corona.gov.bd-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন। বাংলাদেশী সময় দুপুর ১২ .০০ থেকে রাত ১২.০০ পর্যন্ত এই প্রবাস বন্ধু কল সেন্টারের মাধ্যমে সৌদি প্রবাসীরা স্বাস্থ্য সংক্রান্ত যে কোন ধরনের সেবা নিতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রবাসীগণ corona.gov.bd ওয়েবসাইট থেকেও পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button