জেলার খবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২২তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের পুষ্প স্তবক অর্পণ

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২২তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের পুষ্প স্তবক অর্পণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২৫ মে ২০২১ তারিখ (১১ জ্যৈষ্ঠ মঙ্গলবার ১৪২৮ বঙ্গাব্দ) সকাল ০৯ঃ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে স্থাপিত কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুস্পার্ঘ্য অর্পন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন সাম্যের কবি, বিরহ-বেদনার কবি, বিদ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী। দেশে দেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, ধর্মীয় কুসংস্কার বাড়ছে—তার বিপরীতে অসাম্প্রদায়িক ও মানবতার কবি নজরুল চর্চার বিকল্প নেই।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন
আজ মঙ্গলবার ১১ জ্যৈষ্ঠ, ১৪২৮। সাম্যের কবি, মানবতার কবি, বিরহ-বেদনার কবি, বিদ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী। বেঁচেছিলেন ৭৭ বছর। জন্মের পর থেকে মাত্র ৪৩ বছর পর্যন্ত স্বাভাবিক জীবন কাটিয়েছেন। এরমধ্যে সাহিত্য রচনার কাল ছিল মাত্র ২৪ বছর। তারপরও বাঙালির জীবনে নজরুলের দিগন্তবিস্তারি প্রভাব।

কারণ দেশে দেশে সাম্প্রদায়িকতা, জঙ্গি বাদ, ধর্মীয় কুসংস্কার বাড়ছে—তার বিপরীতে অসাম্প্রদায়িক ও মানবতার কবি নজরুল চর্চার বিকল্প নেই। রবীন্দ্রসৃষ্ট বিশাল জগতের পাশে কবি নজরুল গড়ে তোলেন নিজস্ব জগৎ। স্বয়ং রবীন্দ্রনাথ নজরুলের সদম্ভ অভ্যুদ্বয়কে এই বলে স্বাগত জানিয়েছিলেন, “আয় চলে আয়রে ধূমকেতু, আঁধারে বাধ অগ্নিসেতু”।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button