বাঁশখালীতে প্রয়াত ছাত্রনেতা তানভিরের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালেন কেন্দ্রিয় ছাত্রলীগ নেত্রবৃন্দ
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীতে প্রয়াত ছাত্রনেতা তানভিরের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালেন কেন্দ্রিয় ছাত্রলীগ নেত্রবৃন্দ
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রয়াত ছাত্রলীগ নেতা তানভীর সিকদারের পরিবারের সদস্যদের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে প্রয়োজনীয় পর্যাপ্ত ঈদ সামগ্রী পৌঁছে দিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি আল-নাহিয়ান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য।
১৩ মে’২১ ইং, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি ও সাধারন সম্পাদকের প্রতিনিধি হিসাবে মাননীয় প্রধান মন্ত্রীর ঈদ উপহার সামগ্রী চট্টগ্রাম দক্ষিন জেলার প্রয়াত ছাত্রলীগ নেতা তানভীর সিকদারের পিতা মৌলানা আবু শমা সিকদারের হাতে তুলে দেন,কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সম্পাদক দিদারুল আলম, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ: সভাপতি মো: নাঈমুদ্দীন মাহাফুজ ও উপ সম্পাদক সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইউনুচ,এনামুল ইসলাম নয়ন,মোহাম্মদ মনছুর, আক্তার হোসেন, রবিন,, মোহা: আমান, আব্দুর রহিম, মোহাম্মদ রাহী, আব্দুর রহমান, ইনজামামুল হক, গিয়াস উদ্দিন প্রমূখ:।
প্রয়াত চাত্রলীগ নেতা তানভীর সিকদারের পিতা মাওলানা আবু শমা সিকদার মাননীয় প্রধান মন্ত্রীর ঈদ উপহার সামগ্রী পেয়ে পূত্রশোকে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং তার পূত্র তানভীর সিকদারকে স্মরন করার জন্য “মাদার অব হিউমিনিটি” খ্যাত মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাছিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে বলেন, ঈদ উপহার সামগ্রী পাওয়াটা আমার কাঁছে জরুরী ছিলনা, কিন্তু জননেত্রী শেখ হাছিনা আমার সন্তানকে যে স্মরন করেছেন এর প্রতিদান আমি জিবনেও ভুলবনা। তিনি মানণীয় প্রধান মন্ত্রীর জন্য দুহাত তুলে দোয়া করেন এবং ছাত্রলীগের সকল নেতা কর্মিদের নিজের সন্তান ঊল্লেখ করে তাদের সাথে মন খুলে কথা বলেন।
উল্লেখ্য: চট্গ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা সর্বস্তরের মানুষের প্রিয় যুব সমাজের আইডল খ্যাত তানভীর সিকদার কয়েক মাস পূর্বে সাংগঠনিক কাজে বাঁশখালীর উপজেলা সদর থেকে নিজের বােইক যোগে গুনাগরী হাসমহালে যাওয়ার পথে মারাত্বক সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন। তানভীরের মৃত্যুর পর নিরাপদ সড়ক ও সড়ক দূর্ঘটনা রোধে বাঁশখালীতে আন্দোলন জোরদার হয়ে উঠে, যা এখনো চলমান আছে।