নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ দপ্তরে ৫০ লাখ টাকা অনুদান দেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ দপ্তরে ৫০ লাখ টাকা অনুদান দেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ দপ্তরে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। করোনা ভাইরাসে বিপর্যস্ত মানুষের মানবিক সহায়তার জন্য তিনি এ অনুদান প্রদান করেছেন।
মঙ্গলবার ১১ মে সকালে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়, এসপি অফিস, সিটি কর্পোরেশন, রূপগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়, তারাব পৌরসভা কার্যালয়ে গাজী গোলাম মতুজা পাপ্পা এ অনুদান পৌঁছে দিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার কাছে দশ লাখ টাকার চেক পৌঁছে দেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম ৫ লাখ টাকার চেক গ্রহণ করেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর কাছে ৫ লাখ টাকার চেক পৌঁছে দেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে ১৫ লাখ এবং তারাব পৌরসভাকে ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এসব অর্থ প্রদান করেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
পৃথক চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো: মুন্না খাঁন, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ হৃদয়, তারাব পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, সাবেক ভিপি মনির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সাঈদ সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা আক্তার, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, সরকারী মুড়াপাড়া কলেজের ভিপি তুহিন,এজিএস আশিকসহ অনেকে।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লুঙ্গি শাড়ি, থ্রি পিস বিতরণ করেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা।