জেলার খবর

বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিস আলীর ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী

বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিস আলীর ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী

গাজীপুরের শ্রীপুরে জনপ্রিয় রাজনীতিবিদ, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (মেম্বার)এর ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী।

বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া চাইলেন এবং বিনস্র শ্রদ্ধা জানান মরহুমের বড় ছেলে গাজীপুর জেলা জজ কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাহবুব উল আলম লাভলু।

এবিষয়ে মরহুমের পুত্র, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান টিটু ও তৃতীয় পত্র বাংলাদেশ পুলিশের সদস্য মাহমুদুল হাসান পলাশ বলেন আমার পিতার ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমাদের নিজ বাড়িতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি, এবং স্থানীয় মসজিদ গুলোতেও দোয়া করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত ৩০-শে এপ্রিল ২০১৫ সালে জনপ্রিয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ৫৮ বছর বয়সে ব্রেইন স্ট্রোকে ঢাকায় স্কয়ার হাসপাতালে মারা যান।

বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ১৯৬৮ সালে গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ১৭ বছর বয়সে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। পরে তিনি ১৯৮৮ সালে গাজীপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

মোঃ ইদ্রিস আলী ১৯৫৭ সালের ১০ ফেব্রুয়ারী মাতাব্বর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে। তিনি ছিলেন গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ও বিজয়ী বীর মুক্তিযোদ্ধা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button