পাইকগাছায় কোভিড-১৯ আক্রান্ত নমিতার মৃত্যু
নমিতা মন্ডল (৬৫) নামে পাইকগাছার আরো এক মহিলার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে খুলনার কোভিড হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ডেডিকেটেডে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কোভিড হাসপাতাল সুত্র নিশ্চিত করেছে।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মূখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক জানান, করোনায় মৃত নমিতা মন্ডল পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ কুমখালী গ্রামের মৃতঃ সুধীর মন্ডলের স্ত্রী।
মৃতের পারিবারিক সূত্র জানায়, নমিতা মন্ডল গত ১১ এপ্রিল গ্রামের বাড়ীতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খুলনার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে ২৬ এপ্রিল খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এরপর নমূনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১ টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
বুধবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন ও প্রশাসনের তত্বাবধানে রূপসা মহা শ্বশ্মানঘাটে মৃতের সৎকার সম্পন্ন হয়েছে বলে পারিবার থেকে জানানো হয়েছে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার বলেন, বুধবার খুমেক কোভিড হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, নমিতা মন্ডল খুমেক হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ হলে খুলনার কোভিড হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ডেডিকেটেডে (খুমেক) চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।