জেলার খবর

বাঁশখালীতে নিহত শ্রমিক মাহমুদ রেজার পরিবারের প্রতি কেন্দ্রিয় জামায়াতের সমবেদনা ও লক্ষাধিক টাকা আর্থিক অনুদান প্রদান

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীতে নিহত শ্রমিক মাহমুদ রেজার পরিবারের প্রতি কেন্দ্রিয় জামায়াতের সমবেদনা ও লক্ষাধিক টাকা আর্থিক অনুদান প্রদান

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মানাধীন দেশের সর্ববৃহৎ বেসরকারী ১৩২০ মেগা:ওয়া: কয়লা বিদ্যুৎ প্রকল্প বাঁশখালী এস এস পাওয়ার প্লান্ট ট্রাজেডীতে নির্মমভাবে নিহত শ্রমিক শহীদ মাহমুদ রেজা (মিয়াখান) এর শোকাহত পরিবার কে সমবেদনা জানানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীরের পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিন জেলা জামায়াত নেতৃবৃন্দের একটি টীম নিহত শ্রমিক মিয়াখানের গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনা গ্রামে এসে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি নিহতের পরিবারকে ১ লক্ষ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

২০ এপ্রিল’২১ ইং মঙ্গলবার চট্টগ্রাম দক্ষিন জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওঃ জাফর সাদেকের নেতৃত্বে প্রতিনিধিগন নিহত শ্রমিক শহীদ মাহামুদ রেজার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান, এরপর তাঁরা মাহামুদ রেজার কবর জেয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন।

দরিদ্র পরিবারের সন্তান নিহত শ্রমিক মাহামুদ রেজার পরিবারের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় আমীরের পক্ষ থেকে ১,২৫,০০০ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন নিহতের মেঝ ভাই আহামদ রেজা খান বাহারের হাতে।

এসময় আরো উপস্থিত ছিলেন,,বাঁশখালী উপজেলা জামায়াতের সাবেক আমীর চট্গ্রাম দক্ষিন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বাঁশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ জহিরুল ইসলাম, দঃ জেলা সহ সেক্রেটারী জনাব জাকারিয়া,গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আরিফ উল্লাহ,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জনাব মাওঃ মোক্তার হোসাইন সিকদার, চাম্বল ইউনিয়ন জামায়াতের সভাপতি মর্তুজা আলী, মাষ্টার আবদুল্লাহ ,শহীদের মামা (পারিবারিক অভিভাবক) সাবেক ইউপি সদস্য মেম্বার, আলহাজ্ব মোহাম্মদ ফরহাদ উল্লাহ মাষ্টার মোহাম্মদ উল্লাহ,শহীদের মেঝ ভাই আহমদ রেজাখান (বাহার), মামা মাসুদ, জাবের প্রমূখ:।

জামায়াত নেতৃবৃন্দ শহীদ মাহামুদ রেজা সহ গত ১৭ এপ্রিল এসএস পাওয়ার প্ল্যান্ট ট্রাজেডীতে নিহত সকল শ্রমিকদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি নারকিয় এ হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত সহ সুষ্ট বিচার দাবী করেন। একিই সাথে দেশের উন্নযনে শীর্ষ প্রকল্প এস এস পাওয়ার প্ল্যান্টে এ ধরনের মর্মান্তিক ঘটনার যাতে পূনরাবৃত্তি নাহয় সেজন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button