প্রবাসে বাংলা

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন

মোঃ রুস্তম খাঁন, রিয়াদ প্রতিনিধি-(সৌদি আরব)

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন

নাটক হোক সুস্থ্য সমাজের দর্পণ এই স্লোগান কে সামনে রেখে – স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন স্থানীয় স্বাস্থ্য বিধি মেনে শিফা সিটির এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

নাটকটির রচয়িতা নাট্যকার মিলন কান্তি দে এবং নাট্যনির্দেশনায় ছিলেন সাংবাদিক ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়। বাংলার মহানায়ক নাটকে ১৯৬৯-১৯৭৫ স্বাধীনতার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয় জানান, দীর্ঘ ১৪ মাস ধরে মহামারী করোনার মধ্যে বাংলার মহানায়ক নাটকের রিহার্সাল হয়েছে। নাট্যকর্মী সংকট সহ নানাবিধ সমস্যা মুকাবিলা করেই অবশেষে বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদূর্ভাব বৃদ্ধির কারণে প্রবাসী নাটক প্রেমিদের সম্মুখে মঞ্চায়িত করতে পারিনি বলে আমরা দূঃখিত।কোন দিন সুযোগ পেলে চেষ্টা করবো ইনশাল্লাহ।

নাটকের সার্বিক দিক পরিচালনায় ছিলেন-
মঞ্চ পরিকল্পনায় – আরিফুর রহমান টিটু, কামরুজ্জামান।
নাটকের আবহ সংগীতে ছিলেন ,জামসেদ রানা ও দেলোয়ার হোসেন।

কোরিওগ্রাফার – রুবিনা সুলতানা
বাঁশিতে – রফিক মন্ডল।
পোশাক – হাফিজুল ইসলাম পলাশ।

অভিনয় শিল্পী হিসাবে নাটকে বঙ্গবন্ধুর চরিত্রে ছিলেন -কবি মসীহ সিরাজ, ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করেন সারা আজাদ,অন্যান্য চরিত্রে অভিনয় করেন- আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, হোসেন, হাফিজুল ইসলাম পলাশ , আব্বাস উদ্দীন , রাহিল , রনক , রায়না , শিতল , কমল , সুমাইয়া ,সাদিয়া , নিরব, নিবিড় হাফিজ,
রাইনা সিরাজ সহ আরো অনেকে।

অতিথি দর্শক হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম নূরু, ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন সহ রিয়াদ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button