সুনামগঞ্জের জাউয়া বাজারে দোকান খোলা রাখতে ব্যবসায়ীদের বিক্ষোভ
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের জাউয়া বাজারে দোকান খোলা রাখতে ব্যবসায়ীদের বিক্ষোভ
করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিনেই দোকান খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ জেলার ছাতকের জাউয়াবাজারের ব্যবসায়ী, গাড়ীচালক, শ্রমজীবী সহ বিভিন্ন পেশার লোকজন।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা, গাড়ি চলাচল ও শ্রমজীবী মানুষের কাজ সচল রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুর রহমান এ ব্যাপারে জানান, বিগত লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় অনেক ব্যবসায়ীদের ঘরে খাদ্য ছিলো না এবং দেনা করে সংসার চালাতে খুব কষ্ট হয়েছে তাদের।
সেই দেনার টাকাও এখনো অনেকেই পরিশোধ করতে পারেন নি। লকডাউনের ফলে এখন আবারো দোকানপাট বন্ধ থাকলে তাদের ভিটে বাড়ি বিক্রি করতে হবে। এজন্য তারা স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চালু রাখার দাবি জানান।