জেলার খবর

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘুমন্ত ৩ জনের মৃত্যু

মোঃ মাসুম বাবুলঃ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘুমন্ত ৩ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় অগ্নিকান্ডে তিনজন রোহিঙ্গা দোকান কর্মচারি নিহত হয়েছে। আজ (২এপ্রিল) শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের জি-১০ ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আনছার উল্লাহ (২০), মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও রেজাবুলের ছেলে আয়াছ (২২) আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে।

এঘটনায় ৭টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তার আগে বেশ কিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভস্মিভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করেছে।
উখিয়ার ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মো: ইমদাদুল হক সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘উখিয়ার কুতুপালং বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় দগ্ধ অবস্থায় তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাদের রোহিঙ্গা দোকান কর্মচারি বলে শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত না করে পুরোপুরি বলা সম্ভব নয়।

উখিয়ার কুতুপালং বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো: হেলাল উদ্দিন জানিয়েছেন, ভোররাতে কুতুপালং বাজারে হঠাৎ অগ্নিকান্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরে উখিয়ার ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৭টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও ১০/১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদ রাশেদুল ইসলাম জানান, ‘উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশের বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় উখিয়ার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ শেষে তিনজন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button