জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ

মো.আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভকারীদের ধ্বংসযজ্ঞ পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের নিয়ে সকালে ঘটনাস্থলগুলো ঘুরে দেখেন তিনি। পরে মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন আইজিপি।

স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার (২৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে কয়েক হাজার ছাত্রের মিছিল বের হয়। তারা শহরের কেন্দ্রস্থল বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে হামলে পড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে। সেটি ভেঙে আগুন দেয়ার পাশাপাশি তারা আগুন দেয় শহরের রেলস্টেশন, আনসার ক্যাম্প, মৎস্য অধিদপ্তরে। হামলা হয় পুলিশ সুপারের কার্যালয়েও।

পরদিন মহাসড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলে পড়ে মাদ্রাসাছাত্ররা। তখন পুলিশ গুলি চালালে প্রাণ হারায় পাঁচজন।

নিহত ব্যক্তিদের নিজেদের কর্মী দাবি করে প্রতিবাদে রোববারের হরতাল ডাকে হেফাজত। হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় চলে ব্যাপক তাণ্ডব। বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সবগুলো স্থাপনায় ভাঙচুরের পাশাপাশি ধরিয়ে দেয়া হয় আগুন।

হামলা চলে পৌরসভা কার্যালয়, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বর, গণগ্রন্থাগার, সংগীতজ্ঞ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’ ও মিলনায়তন, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের অফিস, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়ি এবং সরাইলের খাটিহাতা হাইওয়ে থানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button