বায়েজিদে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা
চট্টগ্রাম সিটির বায়েজীদ বোস্তামী থানার ডেবারপাড় এলাকায় পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তির বিরুদ্ধে তিন লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়।
বুধবার (৩১ মার্চ) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শনকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পান। ফলে শুনানী করে এ পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করেন কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, নগরের বায়েজীদ বোস্তামী থানাধীন বদী আলম কলোনী, ডেবারপাড়, জামতলা এলাকায় পাহাড় কাটার দায়ে মো. মাঈনুদ্দিন ও মো. নজির আহমদের বিরুদ্ধে তিন লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।