জেলার খবর

বাঁশখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত বৃদ্ধা

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত বৃদ্ধা

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের চাম্বল-শীলকূপ সীমান্ত এলাকা শীলকূপ ৬নং ওয়ার্ডের খতিমা পুকুর পাড় রফিক কোম্পানির বিল্ডিংয়ের নিচ তলায় মোক্তার সওদাগরের দোকানের সামনে কিশোর গ্যাংয়ের হামলায় বৃদ্ধা মোস্তফা আলী মকরাত্বকভাবে জখম হয়েছে।

৩০ মার্চ’২১ ইং, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় উপজেলার স্থানীয় খতিমা পুকুর পাড় রফিক কোম্পানির বিল্ডিংয়ের দিকে টর্চ লাইটের আলো ছুড়ে মারাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়।

ঘটনার বিবরনে জানা যায়, হামলার শিকার মোস্তাফা আলী উক্ত বিল্ডিংয়ে মহিলা আছে বিধায় কেন টর্চলাইটের আলো ছুঁড়ছে প্রশ্ন করলে কিশোর গ্যাং লিডার তারেখ বৃদ্ধা মোস্তাফা আলীর সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘাতক তারেখ বৃদ্ধা মোস্তাফা আলীর মাথায় আঘাত করে পালিয়ে যায়।

উক্ত ঘটনা নিয়ে পুরো এলাকা জুড়ে আতঙ্কের পাশাপাশি তোলপাড় চলছে। কেউ কেউ কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে গভীর উদ্বেগ- উৎকণ্ঠার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছেন।
মারাত্বকভাবে আহত মোস্তফা আলী বাশঁখালীর শীলকূপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আতর আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্যাংলিডার তারেখ দীর্ঘদিন যাবৎ এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

ভয়ে তার সাথে কেউ কথা বলার সাহস পায় না। ঘাতক তারেখের বিরোদ্ধে বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন। শীলকূপ ৬ নং ওয়ার্ডের চৌকিদার, আব্দুল মালেক বলেন, ঘটানাটি ঘটার পর আমি ঘাতক তারেখকে প্রায় ৩শ ফুট মতো দৌড়ায়, পরে সে পালিয়ে যায়। পরে আমি আহত মোস্তাফা আলীকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেই সাথে বাঁশখালী থানার ওসিকে কল করে এ বিষয়ে অবহিত করি।

সেই সাথে ঘাতক তারেখের বিরুদ্ধে একাধিক মামলা ও রয়েছে। ঘাতক তারেখ বাঁশখালী থানাধীন শীলকূপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের পূত্র।
ঘটনার সত্যতা জানার জন্য বাঁশখালী থানার অফিসার ইনচার্জ শফিউল কবিরকে কল দিলেও সংযোগ না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button