জেলার খবর

চেয়ারম্যানের লেয়াকত আলীর নিজস্ব অর্থায়নে দু’টি সড়ক ব্রিকসলিন ও সংস্কার শুরু

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

চেয়ারম্যানের লেয়াকত আলীর নিজস্ব অর্থায়নে দু’টি সড়ক ব্রিকসলিন ও সংস্কার শুরু

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের আলহাজ্ব মরহুম দুদু মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলীর নিজস্ব অর্থায়নে পুর্ব ও দক্ষিন বড়ঘোনার গুরুত্বপুর্ন আশরফ আলী সড়ক ও শহীদ বদিউল আলম সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।
২৫ মার্চ’২১ ইং সকাল ১১ টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিন বড়ঘোনার আশরফ আলী সড়কের মরহুম আব্দুল গনি চৌধুরী সেতু (গুন্নার পুল) পয়েন্ট থেকে সংস্কার কাজের শূভ সূচনা করা হয়।

৯নং গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলীর প্রতিনিধি হিসাবে সংস্কার কাজের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৬ নং ওয়ার্ড সভাপতি আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহা: জকরিয়া সিকদার, স্থানীয় সমাজসেবক মাওলানা মোরশেদুল আলম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিন জেলা ক্রিড়া সম্পাদক মোহা: নাসির উদ্দিন দিদার, গন্ডামারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছাত্রনেতা নুর মোহাম্মদ, সাধারন সম্পাদক ছাত্রনেতা মোহা: ইলিয়াছ আজাদ, যুবদলের গন্ডামারা ইউনিয়ন নেতা মুহাম্মদ মহিউদ্দিন, যুবদল নেতা জসিম উদ্দিন ছোঠন।

সড়ক সংস্কার কাজের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিন জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জকরিয়া সিকদার জানান, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক জোন হিসাবে বাঁশখালী উপজেলার উপকূলীয় গন্ডামারা ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপুর্ন একটি এলাকা।

এখানে প্রতিষ্টা করা হচ্ছে দেশের সর্ববৃহৎ বেসরকারী কয়লাবিদ্যুৎ প্রকল্প এসএসপাওয়ার প্ল্যান্ট। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ইউনিয়নের অতীব গুরুত্বপুর্ন দুটি সড়ক খাটকালী জেটি ও প্রাচীন নৌবন্দর থেকে সকাল বাজার হয়ে গন্ডামারা পর্যন্ত আশরফ আলী সড়ক ও শহীদ বদিউল আলম সড়কের উন্নয়ন সবসময় অবহেলিত ও উপেক্ষিত হয়ে এসেছে।

বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী সড়ক সংস্কার ও উন্নয়নে সরকারী বরাদ্দের জন্য অপেক্ষা না করে তার মরহুম পিতার নামে প্রতিষ্টিত মরহুম আলহাজ্ব দুদু মিয়া ফাউন্ডেশনের মাধ্যমে নিজ অর্থায়নে পুরো ইউনিয়নের আনাচে-কানাচে অলি-গলির সকল সড়ক ও বাই লেনের সংস্কার কাজ করে চলছে। ‍

পুর্ব ও দক্ষিন বড়ঘোনার হাজার হাজার জনতার দির্ঘদিনের প্রানের দাবী আশরফ আলী রোডের খাটখালী অংশ এবং শহীদ বদিউল আলম সড়কের উন্নয়ন ও সংস্কার করে অত্র এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্কুল মাদ্রাসায় যাতায়ত সুগম করা এবং বর্ষা মৌসুমে জনগনের চলাফেরায় কষ্ঠ লাগব করা।

বর্ষা মৌসুম আসার আগেই চেয়ারম্যান লেয়াকত আলী এলাকার মানুষের প্রানের দাবী হৃদয়ঙ্গম করতে পেরে নিজস্ব অর্থায়নে এদুটি সড়কের সংস্কার কাজ শুরু করেছে। প্রথম পর্যায়ে আশরফ আলী রোডের মরহুম আব্দুল গনি সেতু থেকে খাটখালী বাজারের দিকে ৩০ চেইন এবং পুর্বদিকে শহীদ বদিউল আলম সড়কের ১৫ চেইন রাস্তা নতুনভাবে ব্রীকসলিন ও সেতুর উত্তরাংশে ক্ষতিগ্রস্থ সড়কের সংস্কার করা হবে বলে জানিয়েছেন উদ্বোধক মোহাম্মদ জকরিয়া সিকদার। তিনি আরো জানান, শুধু এ দুটি নয় আসন্ন বর্ষা মৌসুমের আগে জননেতা আলহাজ্ব লেয়াকত আলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অলিতে-গলিতে ক্ষতিগ্রস্থ সকল রাস্তা সরকারী বরাদ্ধের পাশাপাশি নিজস্ব অর্থায়নে সংস্কার করে জনগনের জিবনমান উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

উল্লেখ্য: শহীদ বদিউল আলম সড়ক ও আশরাফ আলী সড়কের নতুন ব্রিকসলিন ও সংস্কার কাজের শুরু হওয়ায় স্থানীয় জনগন বেজায় খুশি। এতে করে অত্র এলাকার ভূক্তভোগী জনগনের দির্ঘদিনের প্রানের দাবী পুরন হবে এবং জিবনমানের দু:খ-দুর্দশার লাঘব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button