বাঁশখালীতে সিপিপি ও কারিতাসের যৌথ উদ্যোগে ঘুর্নিঝড় প্রস্তুতি বিষয়ক “মাঠ মহড়া” অনুষ্ঠিত
এনামুল হক রাশেদী,বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীতে সিপিপি ও কারিতাসের যৌথ উদ্যোগে ঘুর্নিঝড় প্রস্তুতি বিষয়ক “মাঠ মহড়া” অনুষ্ঠিত
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রাকৃতিক দুর্যোগকালীন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিপিপি’ও আন্তর্জাতিক সহায্য সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার যৌথ উদ্যোগে কারিতাস বাংলাদেশের পরিবার ও সমাজ পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পের সহায়তায় ঘুর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক গনসচেতনেতায় “মাঠ মহড়া” অনুষ্ঠিত হয়।
২৩ মার্চ’২১ ইং মঙ্গলবার বিকাল ৩ টার সময় বাঁশখালী উপজেলার গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত মাঠ মহড়া পর্যবেক্ষন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিপিপি বাঁশখালী উপজেলার সহকারী পরিচালক মোহা: সাইফুল ইসলাম। কারিতাস বাংলাদেশের (FCCPP) বাঁশখালী উপজেলার মাঠ কর্মকর্তা মোহা: দেলোয়ার হোসাইন আল মামুনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন, কারিতাস বাংলাদেশ চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ। বিশেষ অথিতি ছিলেন, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাসান মুরাদ চৌধুরী, ফায়ার ব্রিগেড বাঁশখালী স্টেশনের লিডার লিটন কান্তি বৈষ্ণব, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, বড়ঘোনা সরকারী প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সিপিপি বাঁশখালী উপজেলা টিম লিডার মোহাম্মদ ছগির, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা(ডিএম) ড্যানিয়েল সিপু গোমেজ, সিপিপি কর্নফুলী উপজেলার উপ-পরিচালক মোহা: নজরুল ইসলাম।
সিপিপি ও কারিতাস বাংলাদেশ বাঁশখালী উপজেলার ৯নং গন্ডামারা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের টিম লিডার ও স্বেচ্ছাসেবক বৃন্দ গত ২০ মার্চ’২১ ইং থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগকালীন উপকূলীয় জনগনকে সতর্ক করে কিভাবে জনগনের জানমাল রক্ষা করে ক্ষয়ক্ষতি লাগব করা যায়, দুর্যোগপরবর্তি উদ্ধার প্রক্রিয়া, সেবা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। অদ্য ২৩ মার্চ’২১ ইং মঙ্গলবার সমাপনি দিবসে গত ৩ দিনে অর্জিত প্রশিক্ষন অথিতিবৃন্দের সামনে প্রেক্টিক্যালী উপস্থাপন করেন।
স্বেচ্ছাসেবক সদস্যদের প্রদর্শিত অভিজ্ঞতা দেখে অথিতিরা মুগ্ধ হয়ে সিপিপি ও কারিতাসের ভূয়শী প্রশংসা করেন। মহড়ায় অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবক সদস্যরা ডিসপ্লের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের সূচনালগ্ন থেকে শেষ পর্যায় পর্যন্ত যাবতীয় করনীয় উপস্থাপন করা হয়। সরন্জাম সহ সার্বিক সহযোগিতায় ছিলেন ফায়ার ব্রিগেড বাঁশখালী স্টেশনের চৌকষ একটি টিম। অনুষ্টানের অর্থায়নে ছিলেন সিকোর্স ক্যাথলিক কারিতাস ফ্রান্স। অনুষ্টানের শেষে মহড়ায় অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবকদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।