দোয়ারাবাজারে করোনা প্রতিরোধে পুলিশের মাক্স বিতরণ
মোঃ আলা উদ্দিন, দোয়ারা উপজেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
দোয়ারাবাজারে করোনা প্রতিরোধে পুলিশের মাক্স বিতরণ
“মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানে সামনে রেখে দোয়ারাবাজারে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সোমবার(২২ মার্চ) সকালে দোয়ারাবাজারের বিভিন্ন পয়েন্টে দোয়ারাবাজার থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় মাস্ক না পরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নাজির আলম। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, দোয়ারাবাজার থানার এস আই আতিকুর রহমান,এ এস আই শরীফুল ইসলাম,আনিসুল হকসহ কর্মরত পুলিশ কর্মকর্তারা। ও দোয়ারাবাজার প্রেসক্লাবের সকল সংবাদকর্মীগন।
ওসি মুহাম্মদ নাজির আলম বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাক্স পরাসহ বিভিন্ন স্বাস্থ বিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।
আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাক্স পরে সে ব্যাপারে সচেতন গড়ে তোলা। আমরা চাই যে, করোনার মহামারি থেকে দোয়ারাবাজার উপজেলার মানুষ গুলো যেন সুরিক্ষত থাকুক।