৪ জুন থেকে চট্টগ্রাম নগরীতে আরো ৬ টি টেস্টিং বুথ উদ্ভোধন করবেন মেয়র নাছির।
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি-ঃ
৪ জুন থেকে চট্টগ্রাম নগরীতে আরো ৬ টি টেস্টিং বুথ উদ্ভোধন করবেন মেয়র নাছির।
চট্টগ্রাম নগরীতে করোনা রোগীদের নমুনা পরিক্ষার জন্য আরো ৬ টি টেস্টিং বুথ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও কাট্টলী কর্নেল হাট হাশেম নাজির হেলথ সেন্টারে স্থাপিত টেস্টিং বুথে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হবে। সিটি মেয়র বুথ দুটির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন।
এছাড়া অবশিষ্ট চারটি বুথ স্থাপনের জন্য আগ্রাবাদ ছোট পুল আবদুস সালাম আরবান সেন্টার, চান্দগাঁও হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর বিবিরহাট কাউন্সিলর কার্যালয় ও কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কে নির্ধারণ করা হয়েছে।
আজ ৩ জুন বুধবার চসিক কার্যালয়ে ব্র্যাকের উর্দ্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা চসিক দপ্তরে মেয়রের সাথে এ নিয়ে সবিস্তারিত আলোচনা করে করোনা মহামারীতে চলমান সংকট মোকাবেলায় করোনা উপসর্গ নিয়ে রোগীদের অধিকসংখ্যক নমুনা টেস্টের পথ সুগম করতে প্রত্যাশিত এ সিদ্ধান্ত গ্রহন করেন বলে জানা গেছে।