ছাতকে লাফার্জ-হোলসিম কারখানায় দূর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু
আব্দুস ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতকে লাফার্জ-হোলসিম কারখানায় দূর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু
ছাতকে লাফার্জ-হোলসিম সিমেন্ট ও ক্লিংকার কারখানায় দূর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। কারখানার পাওয়ার প্লান্ট ওয়ারসিলায় সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় সুলতান মিয়া (৩০) নামের এ শ্রমিক মৃত্যুবরণ করে। দূর্ঘটনায় আহত শ্রমিক সুলতান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে লাফার্জ-হোলসিম কর্তৃপক্ষ জানিয়েছে।
দূর্ঘটনায় মৃত্যুবরণকারী সুলতান মিয়া জামালপুর জেলা সদরের (নান্দিনা) চরহামিদপুর গ্রামের বাবর আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানার পাওয়ার প্লান্টে ঠিকাদারের অধীনে শ্রমিকের কাজ করতো সে। দুপুরে কর্মরত অবস্থায় পাওয়ার প্লান্টের উপর থেকে ভারী একটি লোহার বস্তু তার মাথায় পড়লে সে গুরুতর আহত হয়।
স্থানীয় একাধিক লোক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পেয়ে থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে তিনি জানান, মৃত ব্যক্তির লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে মৃত ব্যক্তির পরিবারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।