জেলার খবর

ধামরাই বড় বাজার মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে বাৎসরিক শ্রীশ্রী হনুমান পূজোৎসব-২০২১ উদযাপন

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাই বড় বাজার মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে বাৎসরিক শ্রীশ্রী হনুমান পূজোৎসব-২০২১ উদযাপন

ঢাকার ধামরাই পৌরসভার প্রাণকেন্দ্র বড় বাজার মহল্লায় ঐতিহ্যবাহী শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির আয়োজনে নবম তম বাৎসরিক শ্রীশ্রী হনুমান পূজোৎসব – ২০২১ স্বাস্থ্য বিধি মেনে সুষ্ঠু, সুন্দর ভাবে উদযাপিত হয়েছে।

হনুমান পূজোৎসব শুরুর পূর্বে এ’মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) উপস্হিত সকল ভক্তদের মাঝে মাস্ক বিতরণ করেন সবাইকে মাস্ক পড়ে মন্দির অঙ্গনে প্রবেশ করার জন্য অনুরোধ করেন।

শনিবার (১৩ই মার্চ -২০২১) সকাল ১০টার দিকে ধামরাই বড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা নাট-মন্দিরে হনুমান পূজোৎসব এর পূজো কার্যক্রম শুরু করেন পুরহিত শ্রী মানিক লাল গোস্বামী। হাজারো ভক্তের উপস্হিতিতে হনুমান পূজোৎসব প্রাণবন্ত হয়ে উঠে।

পূজা-যজ্ঞানুষ্ঠান শেষে হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ সেবার আয়োজন করা হয়। এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই বড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক, সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল বাবু, সহ-কোষাধ্যক্ষ শ্যাম গোপাল পাল, প্রাণ গোপাল পাল, সঞ্জীব চৌধুরী, উৎপল পাল,সুশীল পাল মেরু,দুলাল সরকার,প্রশান্ত পাল,দশরত সরকার,গনেশ পাল,কার্তিক পাল,পুলক বনিক, সুষ্ময় পাল, অনিম বসাক,হৃদয বসাক, সহ কমিটির কর্মকর্তা ও সদস্যগন।

ভক্তদের উদ্দেশ্যে এ’সময় মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ অজিত কুমার বসাক বলেন মহাবীর পবনপুত্র হনুমান পূজোৎসবে আগত ভক্তদের হনুমান পূজোৎসব এর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই স্বাস্হ্য বিধি সামাজিক দূরত্ব বজায় রেখে প্রসাদ সেবা করবেন । এ’পূজোৎসবে ভগবানের নিকট প্রার্থনা জানাই বিশ্ববাসীকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত করে স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন দান করুন।

সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল বাবু বলেন – বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে স্বাস্থ্য বিধি মেনে আমরা এবারের হনুমান পূজোৎসব স্বপ্ন পরিসরে সবাইকে মাস্ক ব্যবহার করে উদযাপন করার জন্য সকল আগত ভক্তদের মাঝে মাস্ক বিতরন করেছি। সেই সাথে তিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বৈদিক নৃত্য, বৈদিক নাটক সহ অন্যান্য সকল কার্যক্রম স্হগিত রেখে শুধু মাত্র পূজো ও ভক্তসেবা প্রসাদ সেবার আয়োজন করেছি। পরমেশ্বর ভগবান বিশ্ববাসীকে করোনার সংক্রমণ থেকে মুক্ত করলে আগামীতে বড় পরিসরে হনুমান পূজোৎসব উদযাপন করার প্রত্যাশা করছি।

এ’পুজোৎসবে আগত হাজার হাজার ভক্তদের প্রসাদ সেবা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button