জেলার খবর

এরশাদ পুএে’র উপর হামলা, গ্রেফতার ১।

অনলাইন ডেস্ক:

রংপুরে ডিও লেটারে স্বাক্ষর না দেওয়াকে কেন্দ্র করে রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদের ওপর দলীয় নেতা-কর্মীরা হামলা করেছে। এ সময় তারা চেয়ার ও টেবিল ভাংচুর করে। মঙ্গলবার (২জুন) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন- টিপু সুলতান (৩২)।

জানা গেছে, রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের বাস ভবন পল্লী নিবাসে যান রংপুর মহানগর জাতীয় পার্টির ২৭, ২৮, ৩০, ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লী নিবাসের মূল ভবনের সামনে বসে শুভেচ্ছা বিনিময় করছিলেন সাদ এরশাদ। এ সময় সাদ এরশাদকে উদ্দেশ্য করে ২৭ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক টিপু সুলতান রংপুরী একটি ডিও লেটারে স্বাক্ষর না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় এমপি সাদ এরশাদের স্ত্রী ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠলে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মাঝে হাতাহাতি ও চেয়ার-টেবিল ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় টিপু সুলতানকে গ্রেফতার করায় আরেক দফা হামলা করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

আরো পড়ুন: ফেলে আসা কাগজপত্র নিয়ে অনিশ্চয়তায় ঢাবি শিক্ষার্থীরা

তবে সাদ এরশাদের ব্যক্তিগত এক কর্মকর্তা জানান, অতর্কিতভাবে উপস্থিত হয়ে সাদ এরশাদকে উদ্দেশ্য করে গালাগালের এক পর্যায়ে তার ওপর হামলা করতে উদ্ধত হয় ২৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান। সে সময় উপস্থিত নেতা-কর্মী ও ভবনের স্টাফরা তাকে ধরে ফেলে। খবর পেয়ে তাজহাট থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনার সময় সাদের স্ত্রী মাহিমা এরশাদও সেখানে ছিলেন। তবে তারা দুইজনই অক্ষত থাকলেও রাত সাড়ে ৮টার দিকে আরেক দফা হামলা করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে সংসদ সদস্যের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
সুএ:দৈনিক ইত্তেফাক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button