শিক্ষাঙ্গন

আকবর হায়দার কিরন এসেছেন কবিতার বই নিয়ে – মাইন উদ্দিন আহমেদ

নিউজ জাতীয় বাংলাদেশ

আকবর হায়দার কিরন এসেছেন কবিতার বই নিয়ে
– মাইন উদ্দিন আহমেদ

বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনন্যা’ এবার বাংলা একাডেমী চত্ত্বরে একুশের বইমেলায় নিয়ে আসার জন্য প্রস্তুত করেছে একটি অন্যরকম কবিতার বই। বইটির রচয়িতা আন্তর্জাতিক সাংবাদিক হিসেবে খ্যাত আকবর হায়দার কিরন।

চার যুগ ধরে বাংলা একাডেমীর বইমেলার সবচেয়ে বড় আকর্ষন এই প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন। এর স্বত্বাধিকারী জনাব মনিরুল হকও সর্বজনপ্রিয় ব্যক্তি। এবার তিনি বিশেষ গুরুত্ত্বের সাথে প্রকাশ করছেন আকবর হায়দার কিরন-এর কবিতার বই ‘সেভেন ট্রেন ও কিছু পুরোনো প্রমের কবিতা’। বইটির বিষয়বস্তু এবং কাব্যনির্যাস এর শিরোনামের মতই ব্যতিক্রমী।

দেশের বাইরেও অনন্যা এবং মনিরুল হকের নামটা বিশেষভাবে পরিচিত । নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাংলা উৎসবের বইমেলাতেও প্রতি বছর তিনি তাঁর উপস্থিতির স্বাক্ষর রাখেন। বাংলা একাডেমীর বইমেলার স্টলে যেভাবে মানুষের ঢল নামে ঠিক নিউ ইয়র্ক, বার্লিনেও তাই। করোনার কারনে গেলো বছর নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা হলোনা বলে তিনি খুব মিস করেছেন। তাই এবার এই প্রকাশক তাঁর অন্যান্য কর্মের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন নিউ ইয়র্কভিত্তিক ভয়েস অফ এমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরন-এর কবিতার বই।
দেখা যাক, এই কবি সম্পর্কে কাব্যবোদ্ধা ও ঘনিষ্ঠজন কি বলেন।

আকবর হায়দার কিরন একজন ভালো মনের সহজ-সরল মানুষ। বন্ধুমহলে সবার প্রিয় এই ব্যক্তিকে সবাই চেনেন ভয়েস অফ এমেরিকার নিউ ইয়র্ক সংবাদদাতা হিসেবে। খুবই জনপ্রিয় একজন মানুষ। ‘জ্যাকসন হাইটস জার্ণাল’ বই এবং টেলিভিশনে উচ্চারিত রিপোর্ট থেকে সবাই ওনার সুললিত গদ্য সম্পর্কে জানতে পেরেছেন। তবে সম্প্রতি তাঁর একটি কবিতার বইয়ের পান্ডুলিপি পড়বার সুযোগ লাভের পর একজন কবি কিরনকে আবিস্কার করার সুযোগ পাওয়া গেলো। তাঁর কবিতাগুলো পড়ে আমাদের মনে হয়েছে, তিনি কবিতায়ও নিজেকে একজন পরিচ্ছন্ন মনের মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন।

বইয়ের নামে নাম যে কবিতাটি তাতে তিনি বলেন:-
“সেভেন ট্রেনে বসে আমি একদিন চমৎকার/একটি প্রেমের কবিতা লিখে ফেলেছিলাম…ভালবাসার সেই কবিতাটির প্রতিটি শব্দ ছিলো/ অত্যন্ত আন্তরিক, হৃদয়ের গভীর থেকে উঠে আসা”।

কি দারুণ সহজ ও সাবলীল প্রকাশ ভঙ্গিটি তিনি অনুসরণ করেছেন। বক্তব্য খুবই খোলামেলা এবং অকপট। ওনার কবিতাগুলো স্বচ্ছ পানির স্রোতের মতো প্রবাহিত হয় এবং পাঠককেও সাথে টেনে নিয়ে যায়। কবির সব সুখ-দুঃখ পাঠকের হয়ে ওঠে। তিনি বলেন:-
” কখনো কখনো মনে হয় এই বুঝি তোমার/ হাতের ছোঁয়ায় বেজে উঠবে আমার হৃদয়/কলিং বেল, সেলিন ডিওনের গান শুনে/মনে হয় ওটা আমাদের জন্যেই গাওয়া।”
আকবর হায়দার কিরণ-এর কবিতার বই ‘সেভেন ট্রেন ও কিছু পুরোনো প্রেমের কবিতা” পাঠক মহল খুবই পছন্দ করবেন বলে আমাদের মনে হয়েছে।
শুধু প্রেমিকাকে চিত্রায়িত করেই কবি থেমে যাননি। নারীর আরেক এবং মূল রূপ মাকেও কাব্যে স্মরণ করেছেন তিনি:-

“তোর জন্য আর কতোদিন বেঁচে থাকবো/মা আর কোনদিন ফোন ধরে বলে/উঠবেননা এতদিন পর মার কথা মনে হল/মা এখন অন্য এক পৃথিবীর বাসিন্দা”।

কবি-সাংবাদিক আকবর হায়দার কিরন-এর কবিতাগুলো পড়ে আমাদের মনে হয়েছে, কবিতাগুলো ব্যক্তি কিরন-এর মতই জনপ্রিয় হবার অসীম সুযোগ রয়েছে। কবিতা উপলব্ধির হৃদয়সম্পন্ন পাঠক কবির কাছ থেকে আরো বই পাবার জন্য অপেক্ষা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button