নন্দীগ্রামে চিকিৎসক করোনায় আক্রান্ত।
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে উক্ত উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাতজনে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শারমিন আখতার।
জানা গেছে, উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে সোমবার রাতে তার শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। এই চিকিৎসকসহ নন্দীগ্রামে মোট সাতজনের করোনা পজিটিভ এসেছে।
এর মধ্যে দুজন সুস্থ হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শারমিন আখতার জানান, এ পর্যন্ত নন্দীগ্রাম উপজেলায় একজন চিকিৎসকসহ মোট সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন সুস্থ হয়েছেন।