(কবিতা)
মিষ্টি অশেষ
– মাইন উদ্দিন আহমেদ
দরজা খুলে ঐ রুমে রাখা হাঁড়ির
মিষ্টি বের করে খাওয়া তুই
এতোটাই সহজ মনে করেছিস!
সৃষ্টির আদিকাল থেকেইতো
তোরা বোকার মতো এরকম
চেষ্টা করে চলেছিস!
কতো হিরো দেখেছি আমি
এই প্রচেষ্টায় হয়েছে কুপোকাত,
কতো কতো শেয়ানা মাল
কাঁদতে দেখেছি বুকে দিয়ে হাত।
আরও কিছু পাকনা দেখেছি
মিষ্টির হাঁড়ি ঢাকনা খুলে একটু খেয়ে
ধপাস করে ভূমিতে কুপোকাত!
আরে ভাই, অফুরন্ত এই মিষ্টিভান্ডার
কেমনে তুই খেয়ে করবি শেষ,
কিছুদিন মজা করে খেয়ে বলবি
দারুণ ভালো বেশ বেশ,
এরপর হবে তোর ডায়াবেটিস
শুরু হবে সীমাহীন ক্লেশ।
সুযোগ পেলেই তুই প্রচুর মিষ্টি
কিছুতেই খেয়ে নিসনা,
এতে যে অনেক মিষ্টি আছে
ভান্ডকে তা বলিসনা,
সদাসর্বদা এ বিষয় ভেবে
নিজেরে তুই ছলিসনা।
ওর ভবনের সব মিষ্টি খেয়ে নিতে
কখনো তুই কোন বন্ধুকে বলিসনা,
নিজেও তুই তোর দুনিয়ার সব মিষ্টি
সেবন করার চেষ্টাও কিন্তু করিসনা,
গোগ্রাসে খেতে গিয়ে তোদের বলি
অসময়ে করুণভাবে মরিসনা।
এই মিষ্টি আসলে কিন্তু মিষ্টি নয়,
একে স্রষ্টার আবেগ মাখা কৌশল কয়!