মহিলা ঐক্য পরিষদ আয়োজিত ধর্মীয় সংখ্যালঘু নারীর উত্তরাধিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
মহিলা ঐক্য পরিষদ আয়োজিত ধর্মীয় সংখ্যালঘু নারীর উত্তরাধিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের আয়োজনে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় সংখ্যালঘু নারীর উত্তরাধিকার শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬শে ফেব্রুয়ারি – ২০২১ খ্রীস্টাব্দ) সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের আয়োজিত ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় সংখ্যালঘু নারীর উত্তরাধিকার শীর্ষক এক মতবিনিময় সভা সুপ্রিয়া ভট্টাচার্য এর সভাপতিত্বে ও দিপালী চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
এ’সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যারোমা দত্ত, লক্ষ্মী চাটার্জী সহ দেশের বিশিষ্ট নারী নেতৃবৃন্দ। সভায় বক্তারা সনাতনধর্মী হিন্দু সম্প্রদায়ের নারীগন তাদের স্বামী এবং পিতার সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করে এবং একটি প্রতিনিধি দল মানয়ীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে দাবিনামা পেশ করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।