জাতীয় শ্রমিকলীগ ৯নং ওয়ার্ড দক্ষিণের অফিস কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠান
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় শ্রমিকলীগ ৯নং ওয়ার্ড দক্ষিণের অফিস কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠান
শনিবার বিকাল ৩টা থেকে জাতীয় শ্রমিকলীগ ৯নং ওয়ার্ড দক্ষিণের কার্যালয় শুভ উদ্বোধন দোয়া ও মিলাদ অনুষ্ঠান আলোচনা সভা হয়।
প্রধান অতিথি মোঃ আমির হোসেন ভূঁইয়া প্যানেল মেয়র ও কাউন্সিলর তারাব পৌর ৯ নং ওয়ার্ড ।সভাপতি বি এম আমজাদ ভূঁইয়া ৯ নং ওয়ার্ড সভাপতি জাতীয় শ্রমিকলীগ।
প্রধান বক্তা শাহ মোবারক হোসেন খান শাহিন সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ তারাব আঞ্চলিক (শাখা)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সভাপতি মাহাবুব রহমান মেহের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন লায়ন বি এম আতিকুর রহমান সভাপতি তারাব পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও কাউন্সিলর ৯ নং ওয়ার্ড। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আক্তার হোসেন মোল্লা কাউন্সিলর ৪নং ওয়ার্ড
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শাঈদ এ পি এস বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী পরিবারের আস্থার ভাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সরদার আমজাদ হোসেন ভূঁইয়া প্রবীণ রাজনীতিবিদ জাতীয় শ্রমিক সভাপতি ৩ নং ওয়ার্ড।
বক্তব্যে শাহ মোবারক হোসেন খান শাহিন নেতা বলেন। শ্রমিক সংগঠন হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন আজ শ্রমিকরা ঐক্যবদ্ধ, শ্রমিক লীগ বঙ্গবন্ধুর গড়া হাতিয়ার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রমিক দিন মজুর একিই সূত্রে গাঁথা, রাজনীতিতে সততা থাকতে হয়, সততা আর নীতি আর্দশ্য না থাকলে রাজনীতিতে সফলতা অর্জন করা যায় না,
বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মেহের, বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা,
বক্তব্যে কিছু কথা বলেনঃ সভাপতি আমির হোসেন ভূঁইয়া তিনি বলেন। আপনারা রাজনীতি করবেন ভালো কথা তবে রাজনীতি করতে হলে কিছু গুন ও সম্মান থাকতে হবে, রাজনীতি করতে পারেন তবে সততা আর্দশ্য সম্মান ধরে রাখতে হলে অর্থের লোভ থেকে দূরে রাখবেন নিজেদের। অর্থের আর ধান্দার লোভ লালোসায় অন্ধ থাকলে।
রাজনীতি করতে পারবেন না
যাদের মধ্যে নীতি নেই তাদের মাঝে রাজনীতি নেই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকলীগ আরো মজবুত জোরদার করে তুলি।
শ্রমিকলীগ এগিয়ে যাচ্ছে
থানা থেকে শুরু করে পৌরসভাসহ ওয়ার্ডের নেতারা নিরসলভাবে কাজ করে যাবে আমরা সবাই রাজনীতির আর্দশ্য সম্মান ধরে রাখবো লোভ লালোসা না করে সঠিক দিক নির্দেশনা অনুযায়ী কাজে করে যাবেন। ভালো কাজের ভালো ফল খারাপ কাজে ধবংশ। এই সময় উপস্থিত ছিলেন।
রমিজউদ্দিন, মোল্লা
মনির হোসেন মোল্লা, আফাজউদ্দিন মোল্লা ড. রিপন আঞ্চলীগ শ্রমিক লীগ নেতা ৩ নং ওয়ার্ড
আলামিন আবির
সিরাজুল, গার্মেন্স শ্রমিক নেতা সাঈফুদ্দিন; ইসমাইল, সহ সাংগঠনিক মিন্টু প্রধান সহ আরো অনেকে।
বক্তব্য শেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।