জাতীয়

চিরবিদায় নিলেন স্বনামধন্য অভিনেতা এটিএম শামসুজ্জামান

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

চিরবিদায় নিলেন স্বনামধন্য অভিনেতা এটিএম শামসুজ্জামান

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন রাজধানী ঢাকার সুত্রাপুরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা বাদ জোহর নারিন্দা জামে মসজিদে, সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা যায়

তিনি ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে প্রথম কাজ শুরু করেন। তিনি প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেছিলেন ‘জলছবি’ সিনেমার জন্য।

অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের অভিষেক ১৯৬৫ সালে। এরপর ১৯৭৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি আলোচনা আসেন।

২০০৯ সালে ‘এবাদত’ নামের প্রথম সিনেমা পরিচালনা করেন এটিএম শামসুজ্জামান। ১৯৮৭ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দায়ী কে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এটিএম শামসুজ্জামান।

৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেতা। এছাড়া শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শূন্যতা বিরাজ করবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের সামাজিক, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও বিভিন্ন জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button