জেলার খবর

নড়াইলে বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

নড়াইল সদর থানার পাশে একটি ভাড়া বাসা বাসার বাথরুম থেকে উপপরিদর্শক (এসআই) মো. শফিউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর থানার অধীনে দুই নম্বর (পৌরসভার ৪ নং ওয়ার্ডে) বিটে কর্মরত ছিলেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান মুক্ত বলেন, ‘বুধবার দুপুরে পুলিশ এসআই শফিউদ্দিন নামের একজনকে নিয়ে আসে। আমি পরীক্ষা করে দেখেছি তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। পরবর্তী পদক্ষেপের জন্য আবাসিক মেডিকেল অফিসারকে অবগত করেছি।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন পিপিএম বলেন, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তিনি ডিউটি করেছেন। বাসায় স্বাভাবিক মৃত্যু ঘটেছে এটাই এখন পর্যন্ত জানা গেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

এসআই মো. শফিউদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলার চান্দুখালি গ্রামে। তার পরিবার ঝিনাইদহ অবস্থান করায় তিনি একাই বসবাস করতেন। ২০১৮ সালের ১৮ আগস্ট এসআই শফিউর নড়াইল সদর থানায় যোগদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button