জেলার খবর

বাঁশখালীতে বাইক চাপায় আরো এক মহিলার নির্মম মৃত্যু

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীতে বাইক চাপায় আরো এক মহিলার নির্মম মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে কোন মতেই থামছেনা সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল। চলতি মাসের শুরু থেকে বাঁশখালীতে সড়ক দুর্ঘটনা অত্যধিক হারে বৃদ্ধি পাওয়ার পর সোস্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠে, এরই ধারাবাহিকতায় গতকাল ১১ ফেব্রূয়ারী’২১ ইং বৃহস্পতিবার নিরাপদ সড়কের দাবীতে প্রকাশ্য মানববন্ধনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবীতে আন্দোলন জোরদার হওয়ার আভাষের মধ্যেও দূরন্ত কিশোরের বেপরোয়া গতির বাইক চাপায় নিহত হলেন মনোয়ারা(২২) নামের এক গৃহবধু।

বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী গ্রামের মনছুরিয়া বাজারের অদূরে রাস্তার পূর্ব পাশে দরিদ্র ভ্যান চালক আব্দু শুক্কুরের স্ত্রি মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারার বাড়ি।
১২ ফেব্রূয়ারী’২১ ইং শুক্রবার বেলা ১২.২০ টায় পার্শ্ববর্তি নিহত এক বৃদ্ধ মহিলার মেজবান খেয়ে বাড়ি ফিরার সময় দুরন্ত এক কিশোরের বেপরোয়া গতির মোটর সাইকেল চাপায় নির্মমভাবে নিহত হয় ভাগ্যাহত এ গৃহবধু।

মেঝবান খেয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় সাগর নামে এক কিশোরের দ্রুতগামী মোটর বাইকের ধাক্কায় মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারা প্রথমে মাটিতে লুটিয়ে পড়ার পর বাইকটি তার মাথার উপর দিয়ে চাপা দিয়ে কিশোরটিও ছিটকে পড়লে কিশোরের মাথাও ফেটে যায়। পথচারীরা দ্রুত গৃহবধূ মনোয়ারাকে রক্তাক্ত অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইখানকার কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে নিয়ে যাবার সময় দুপুর ২টায় মনোয়ারা তাকে বহনকারী গাড়িতেই মারা যান। ওই ঘটনায় আহত কিশোর চালক মো. সাগর মাথায় আঘাত পাওয়া অবস্থায় পালিয়ে যায় বলে জানা গেছে। মা’র মৃত্যুর খবরে দুই শিশু সন্তানের কান্নায় পরিবেশ ভারী হয়েেউঠে।

পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করেছেন। তবে মোটর সাইকেল আরোহী কিশোর বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী গ্রামের শফিউর রহমানের পুত্র মো. সাগর (১৫) পালিয়ে গেছে। অপরদিকে মনোয়ারা মারা যাবার পর স্থানীয় একটি কুচক্রি মহল টাকার বিনিময়ে ঘটনা মীমাংসার জন্য তৎপর হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারার বাবা জাকের আহমদ বলেন, ‘মনোয়ারার ২টি শিশু সন্তান রয়েছে। তার স্বামী আব্দুর শুক্কুর ঘরজামাই হিসেবে থাকত। আব্দুর শুক্কুরের বাড়ি কক্সবাজারের ঈদগাঁ গ্রামে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন,‘ ঘটনার পর পর ঘাতক মোটর সাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। আহত কিশোর মোটর সাইকেল চালক পলাতক রয়েছে। পুলিশ তার খোঁজ নিতে তৎপর রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে এস আই নাজমুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button